সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

রূঢ় স্বভাব দূর হওয়ার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

রূঢ় স্বভাব দূর হওয়ার দোয়া

নম্রতা মুমিনের ভূষণ। মুমিন কখনও কঠিন, কর্কশ ও রূঢ় স্বভাবের হতে পারে না। নবীজি (স.) নম্রতার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। অন্যদিকে রূঢ়তা মানুষকে জনবিচ্ছিন্ন করে তোলে; চারিত্রিক সৌন্দর্য নষ্ট করে দেয়। হাদিস শরিফে নবী (স.) বলেছেন, নম্রতা যেকোনো বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে। আর যেকোনো বিষয় থেকে নম্রতা বিদূরিত হলে তাকে কলুষিত করে। (মুসলিম: ৬৪৯৬)

রূঢ় বা কর্কশ বা রুক্ষ স্বভাবের কারণে দাম্পত্য জীবন থেকে ভালোবাসা, হৃদ্যতা ও সুসম্পর্ক বিদায় নেয়। সর্বদা কলহ লেগে থাকে। এ ধরনের লোকের কারণে সমাজে প্রচুর সমস্যা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। হাদিসে এসেছে, হারিস ইবনে ওয়াহাব (রা.) বলেন, রাসুল (স.) বলেছেন, ‘কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না।’ (আবু দাউদ: ৪৮০১)


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে ৭ দোয়া জীবন বদলে দেবে

তাই নিজের মধ্যে রূঢ়তা থাকলে দ্রুত পরিহার করা এবং আল্লাহার কাছে এ থেকে পানাহ চাওয়া জরুরি। রূঢ়তা দূর করার জন্য এ দোয়াটি করতে পারেন—اللَّهُمَّ إنِّي ضَعِيفٌ فَقَوِّنِي وَإِنِّي شَدِيدٌ فَلَيِّنِي وَإِنِّي بَخِيلٌ فَسَخِّنِي উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি দ্ব’য়িফুন ফা ক্বওয়িনি, ওয়া ইন্নী শাদীদুন ফা লায়্যিনী- ওয়া ইন্নী বাখীলুন ফা সাখখিনী।’

অর্থ: ‘হে আল্লাহ আমি দুর্বল, অতএব আমাকে শক্তিশালী করুন। আমি রূঢ়, আমাকে নম্রতা দান করুন। আমি কৃপণ, অতএব আমাকে উদারতা দান করুন।’ শিদাদ ইবনে আওস থেকে বর্ণিত, ওমর ইবনুল খত্তাব (রা.) আল্লাহর কাছে দোয়াটি করতেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৫১৭৯)

কৃপণতা দূর করতেও দোয়াটি পড়া যাবে। একইসঙ্গে নিজের যেকোনো দুর্বলতা শক্তিতে পরিণত করার জন্য দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নম্র হওয়ার তাওফিক দান করুন। দোয়াটি পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর