শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

যে ফিতনা দাজ্জালের চেয়েও ভয়ংকর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

যে ফিতনা দাজ্জালের চেয়েও ভয়ংকর

দাজ্জালের আবির্ভাব কেয়ামতের অন্যতম বড় আলামত। নবীজির ভবিষ্যদ্বাণী অনুযায়ী কেয়ামতের আগে দাজ্জাল নামের এক অশুভ চরিত্রের আগমন ঘটবে। সে মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তার ফেতনা ছড়িয়ে পড়বে মক্কা ও মদিনা ছাড়া সারা দুনিয়ায়। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে কখনও আসেনি, কেয়ামত পর্যন্ত আসবেও না। 

কোরআন-হাদিসের বর্ণনানুযায়ী, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় হলেও হাদিসে আরেক ফিতনার পরিচয় পাওয়া যায়, যা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ংকর ও ক্ষতিকর। সেটি হলো রিয়া বা লোক দেখানো আমল। যে আমল আল্লাহর জন্য না-করে আত্মপ্রচারের জন্য বা সুনাম কুড়ানোর জন্য করা হয়। এই রিয়াকারীরা মূলত আল্লাহর পরিবর্তে আত্মপ্রচারকেই শরিক বানায়। মুশরিকরা শরিক বানায় আল্লাহর পরিবর্তে দেবদেবীকে। এই শরিক বানানোটাই হলো শিরক। ইবাদতে শরিক করা হয়—‘যে আমল বাহ্যত আল্লাহর জন্য মনে হলেও নিয়ত ভিন্ন।’ (তাফসিরে তাবারি: ১৫/৪৪০)


বিজ্ঞাপন


এমন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। উপরন্তু ভয়ংকর একটি পাপ।আবু সাঈদ খুদরী (রা.) বর্ণনা করেন— خَرَجَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم، وَنَحْنُ نَتَذَاكَرُ الْـمَسِيْحَ الدَّجَّالَ، فَقَالَ: أَلاَ أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِيْ مِنَ الْـمَسِيْحِ الدَّجَّالِ؟ قُلْنَا: بَلَى، قَالَ: الشِّـرْكُ الْـخَفِيُّ؛ أَنْ يَقُوْمَ الرَّجُلُ يُصَلِّيْ، فَيُزَيِّنُ صَلاَتَهُ لِمَا يَرَى مِنْ نَظَرِ الرَّجُلِ ‘রাসুল (স.) আমাদের নিকট আসলেন যখন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন বস্তু সম্পর্কে সংবাদ দেবো, যা তোমাদের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয়ঙ্কর। আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, গোপন শিরক। যেমন, কোনো ব্যক্তি নামাজ পড়ছিলো, অতঃপর কেউ তাকে দেখছে বলে সে নামাজকে খুব সুন্দর করে পড়তে শুরু করলো”। (ইবনু মাজাহ: ৪২৭৯; আহমদ: ৩/৩০; হাকিম: ৪/৩২৯)

আরও পড়ুন: ছোট্ট যে আমল ভুলে যাওয়া মানে জান্নাতের পথ ভুলে যাওয়া

উল্লেখিত হাদিসে লোক দেখানো আমলকে দাজ্জালের চেয়েও ভয়ংকর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ হিসেবে আলেমরা বলেন, দাজ্জাল বিশেষ একটি সৃষ্টি, নির্দিষ্ট সময় আসবে। সে পৃথিবীতে দেড় বছরও থাকবে না। এ সময় যারা পৃথিবীতে থাকবে, তারাই শুধু তার ফেতনার সম্মুখীন হবে। তাও আবার সে সময়ের সব মানুষ নয়। কিন্তু গুপ্ত শিরক তথা রিয়া ও প্রসিদ্ধি কামনা তো যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো মুমিনের অন্তরে ঢুকে তাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য নবীজি (স.) একে দাজ্জাল থেকেও বেশি ভয়ংকর বলেছেন।

মুমিনের ইবাদত ধ্বংস করে তাকে জাহান্নামি বানানোর জন্য শয়তানের অন্যতম ফাঁদ এই গুপ্ত শিরক। হাদিসে একে ছোট শিরকও বলা হয়েছে। মাহমুদ ইবনে লাবিদ (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন— إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الأَصْغَرُ قَالُوا وَمَا الشِّرْكُ الأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الرِّيَاءُ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً অর্থ: আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই, তা হলো শিরকে আসগর (ছোট শিরক)। সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! শিরকে আসগর কী? তিনি বলেন, রিয়া বা লোক দেখানো আমল। কেয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তখন মহান আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কি না!’ (আহমদ, আল-মুসনাদ ৫/৪২৮-৪২৯; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/১০২। হাদিসের মান- সহিহ)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবীজি যাদের জাহান্নামে দেখেছেন

কোনো আমলে যদি আল্লাহও উদ্দেশ্য থাকে, সাথেসাথে আত্মপ্রচারও, সে আমলটিও পুরোটাই আল্লাহ বাতিল করে দেবেন। শাদ্দাদ (রা.) বলেন- আমি নবীজীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন- مَنْ أَشْرَكَ بِيْ شَيْئًا فَإِنَّ حَشْدَهٗ عَمَلَهُ قَلِيْلَهُ وَكَثِيْرَهُ لِشَرِيْكِهِ الَّذِيْ أَشْرَكَ بِهِ وَأَنَا عَنْهُ غَنِيٌّ ‘কেউ যদি কোনো আমলে আমার সঙ্গে কাউকে শরিক করে, তাহলে তার আমল কম-বেশি পুরোটাই তার সে শরিকের জন্য, যার জন্য সে শরিক করেছে। আর আমি তার থেকে অমুখাপেক্ষী।’ (মুসনাদে আহমদ: ১৬৫১৯)

আবু উমামা বাহেলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— جَاءَ رَجُلٌ إِلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ! أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَا لَهُ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ: لاَ شَيْءَ لَهُ، فَأَعَادَهَا عَلَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ، يَقُوْلُ لَهُ رَسُوْلُ اللهِصلى الله عليه وسلم : لاَ شَيْءَ لَهُ، ثُمَّ قَالَ: إِنَّ اللهَ لاَ يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ ‘এক ব্যক্তি রাসুল (স.) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসুল! অমুক ব্যক্তি যুদ্ধ করছে সওয়াব ও সুনামের জন্য। এমতাবস্থায় সে পুণ্য পাবে কি? রাসূল (স.) বললেন: সে কিছুই পাবে না। লোকটি রাসুল (স.)-কে এ কথাটি তিনবার জিজ্ঞেস করলো। আর রাসুল (স.) প্রতিবারই তাকে বললেন, সে কিছুই পাবে না। অতঃপর রাসুল (স.) বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন আমলই গ্রহণ করে থাকেন, যা হবে একেবারেই নিষ্কলুষ এবং যা শুধু তার জন্য নিবেদিত”। (নাসায়ি:৩১৪০; বায়হাকি: ৪৩৪৮)

আত্মপ্রচার বা মানুষের সুনাম কুড়ানোর জন্য আমল আল্লাহ তাআলার কাছে এতই ঘৃণিত যে, সর্বপ্রথম তাদের দিয়েই জাহান্নামের উদ্বোধন হবে। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, সুনাম কুড়ানোর উদ্দেশ্যে আমল করা শহীদ, দানবীর ও আলেমকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সুনানে তিরমিজি: ২৩৮২)

আরও পড়ুন: ১৪ পাপের শাস্তি ‍দুনিয়ায় দেওয়া হয়

অতএব, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষকে দেখানোর মতো কোনোকিছু অন্তরে উদয় হলে ভাবতে হবে- গরু-ছাগল আমাকে দেখছে, তাদের সুনাম কোনো কাজে আসবে না। এমন ধারণা পোষণ করলে ইবাদতে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে পরিণত হতে পারে। ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ) তাঁর ‘কিতাবুজ জুহদ’-এ সালেহ ইবনে খালিদ হতে বর্ণনা করেন- إِذَا أَرَدْتَ أَنْ تَعْمَلَ بِشَيْءٍ مِنَ الْخَيْرِ فَأَنْزِلِ النَّاسَ بِمَنْزِلَةِ الْبَقَرِ إِلَّا أَنَّكَ لَا تَحْقِرْهُمْ ‘যখন তুমি কোনো নেককাজ করার ইচ্ছা করো, তখন মানুষকে গরুর স্তরে রাখবে। বাকি তাদেরকে তুচ্ছ ভাববে না।’ (কিতাবুজ জুহদ, ইমাম আহমদ: ৩/৩১৯)

অর্থাৎ গরু আমাকে দেখছে, কি দেখছে না এরকম ভাবনা মানুষের আসে না। কারণ সারা পৃথিবীর গরু-ছাগল মিলে সত্যিই প্রশংসা করলে তাতে মানুষের লাভ নেই। তাই ইবাদতের সময় আল্লাহ ছাড়া বাকি সব গরু-ছাগল! যদিও এক্ষত্রে মানুষকে অসম্মান করা উদ্দেশ্যে হবে না। বরং ইবাদতে শরিক করার কঠিন গুনাহ থেকে বাঁচতে এই পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। এ কৌশল অবলম্বন করলে মানুষের প্রশংসা কুড়ানোর কোনো চিন্তাই আসবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত করুন। সকল ইবাদত-বন্দেগি শুধুমাত্র আল্লাহর জন্য করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর