দেশে ফিরে বেশ কিছু দিন ধরে জেলায় জেলায় তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিচ্ছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তার আগামী মাহফিল হবে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে। শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান করবেন তিনি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বরিশাল বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি,পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
আরও পড়ুন: পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌজন্যবোধে তৈরি হোক ঐক্যের সেতুবন্ধন: আজহারী
মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগত মুসল্লিদে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এর আগে গত ১৮ জানুয়ারি (শনিবার) রংপুর বিভাগের লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক সোসাইটি লালমনিরহাটর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি বয়ান পেশ করেন।

