রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজির শানে কাউবয় শব্দটি যায় না: তারেক মুনাওয়ার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

নবীজির শানে কাউবয় শব্দটি যায় না: তারেক মুনাওয়ার

রাসুলুল্লাহ (স.)-এর শানে কাউবয় শব্দ যায় না বলে মিজানুর রহমান আজহারীকে সতর্ক করলেন মাওলানা তারেক মুনাওয়ার। এক মাহফিলে আজহারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিজান তুমি এই শব্দ ইউজ করবা না আর। সব নবী ছাগল চড়াতেন, তবে কাউবয় না। 

সম্প্রতি এক বয়ানে নবীজির দারিদ্র্য সম্পর্কে বোঝাতে গিয়ে কাউবয় শব্দটি ব্যবহার করেছিলেন আজহারী। তিনি বলেছিলেন, বিশ্বনবীর টাকা-পয়সা ছিল না। তিনি ছাগল চড়াতেন। কাউবয়। এরপর খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যা বললেন আজহারী

মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নবীজির শানে এমন শব্দপ্রয়োগ নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেন। 

তারেক মুনাওয়ার বলেন, কাউবয় শব্দটি বিশেষ এস্তেলা (পরিভাষা) (অর্থাৎ পুরোপুরি ভালো অর্থ এই শব্দে উঠে আসে না)। কাউবয় মানে গরুর চালক। তাছাড়া মক্কায় গরুর সংখ্যা কম। কাউবয়দের চরিত্র খারাপও হয়। তাই এটা রাসুলের শানে যায় না।

আরও পড়ুন: ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে: আজহারী


বিজ্ঞাপন


আসলে প্রত্যেক নবী-রাসুলের মতো নবীজির জীবনেও ছাগল চরানোর ঘটনা ঘটেছে। জীবনের কোনো পর্যায়ে তিনি ছাগল চরিয়েছিলেন। নবীজি (স.) নিজেই বলেছেন, ‘প্রত্যেক নবীই ছাগল চরিয়েছিলেন।’ সাহাবিরা বললেন, ‘আপনিও?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আমি মক্কার অধিবাসীদের ভেড়া চরিয়েছি।’ (সহিহ বুখারি: ২১৪৩)

এর ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, ভেড়ার পাল চরানো বড় কষ্টসাধ্য কাজ। যেহেতু একটি সময়ে নবীদের পুরো একটি জাতিকে হিদায়াতের পথে আনার দায়িত্ব নিতে হবে, তাই এমনসব কঠিন কাজ করিয়ে আল্লাহ তাঁদের প্রস্তুত করেছেন। তাই রাসুলের রাখাল হওয়ার অর্থ একান্ত দারিদ্র্যের কারণে রাখাল হতে বাধ্য হয়েছেন, এমন বলার সুযোগ নেই।

আলেমরা বলেন, রাখাল হওয়ার ঘটনাকে ভিত্তি করে রাসুল (স.)-কে সরাসরি রাখাল ছিলেন কিংবা রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বা দরিদ্র কাউবয় ছিলেন-জাতীয় কথা বলা শোভনীয় নয়। কারণ বক্তার উদ্দেশ্য যেটাই হোক, শ্রোতাদের মনে এসব শব্দের ফলে নবীজির ব্যক্তিত্ব ছোট মনে হতে পারে। তাই রাসুলের শানে এমনভাবে শব্দ প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর