বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সদ্য দাফনকৃত ব্যক্তির জন্য যে দোয়া করবেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

সদ্য দাফনকৃত ব্যক্তির জন্য যে দোয়া করবেন

মুসলমান মারা গেলে তার দাফনশেষে কবরের পাশে অবস্থান করে তার জন্য দোয়া করা সুন্নত। রাসুলুল্লাহ (স.) যখন কোনো মৃতের দাফনকার্য সম্পন্ন করতেন তখন কিছু সময় সেখানে অবস্থান করতেন এবং সঙ্গীদের বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং অবিচল থাকার দোয়া করো। তাকে তো এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। (সুনানে আবু দাউদ: ৩২১৩)

সদ্য দাফকৃত মুসলিমের সওয়াল-জওয়াবের সুবিধার্তে দোয়াটি এভাবে করা যায়-  اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ উচ্চারণ: ‘আল্লা-হুম্মাগফির লাহু, আল্লা-হুম্মা সাববিতহু।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কবরের উপর কোনোকিছু লিখে রাখা জায়েজ?

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) লাশ দাফনের পর তার মাথার দিকে অবস্থান করে সুরা বাকারার শুরু এবং শেষের অংশ পড়া পছন্দ করতেন। (সুনানে বায়হাকি: ৪/৫৬)

উল্লেখ্য, কবর সামনে রেখে দুহাত তুলে দোয়া করা শোভনীয় নয়। তাই কবরকে পেছনে রেখে কিংবা কবরের দিকে পিঠ দিয়ে এরপর কেবলামুখী হয়ে দোয়া করা উচিত। আবার কেউ চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারেন। (ফাতোয়ায়ে আলমগিরি: খণ্ড ৫, পৃষ্ঠা ৩৫০, কিতাবুল কারাহিয়্যা)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর