রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪৯ দিনে কোরআনের হাফেজ হাবিবের স্বপ্নপূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

৪৯ দিনে কোরআনের হাফেজ হাবিবের স্বপ্নপূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করা নোয়াখালীর বিস্ময় শিশু হাবিবুর রহমানের স্বপ্ন ছিল শায়খ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার। বিষয়টি ও শিশুটির কৃতিত্বের কথা শুনে শায়খ আহমাদুল্লাহ তাকে আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎ করেন। 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুর। শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেন, হাবিবুরের মেধা ও কৃতিত্ব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।


বিজ্ঞাপন


হাবিবুরের মা ও শিক্ষকরা তার মেধা এবং আগ্রহের প্রশংসা করেন এবং তার ভবিষ্যতের জন্য দোয়া করেন। হাবিবুর নিজেও তার স্বপ্নের কথা বলেন, সে বড় আলেম হতে চায় এবং শায়খ আহমাদুল্লাহ হুজুরের মতো হতে চায়।

আরও পড়ুন: কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

শায়খ আহমাদুল্লাহ লিখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত। 

এছাড়াও তিনি বলেন, কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মুজিজা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। 


বিজ্ঞাপন


তিনি হাবিবুরের সফলতার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বড় আলেম হিসেবে গড়ে উঠার জন্য দোয়া করেন।

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ থেকে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর