শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪০০ পরিবারকে আস সুন্নাহর সহায়তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪০০ পরিবারকে ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন ও কৃষিকাজে অর্থ সহযোগিতা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং পুঁজি হারানো ক্ষুদে ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তার আওতায় ৮৪০০ পরিবারকে আমরা ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন ও কৃষিকাজে অর্থ সহযোগিতা করছি।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ষড়যন্ত্র, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

এ লক্ষ্যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের ২১৩৯ পরিবারকে প্রত্যেকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রাথমিক পর্যায়ে ৫ কোটি ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। বন্যাদুর্গত বাকি জেলাগুলোতেও টাকা পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

ঘর মেরামত, ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ী ও কৃষকদের নগদ অর্থ সহায়তা ছাড়াও সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ১৫০০ পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর নির্মাণের কাজও চলমান আছে।


বিজ্ঞাপন


এ পর্যন্ত যাদেরকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য সম্বলিত একটি লিংক সংযোগ করেন আস সুন্নাহর চেয়ারম্যান। লিংকে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন