বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কিন্তু এই ঐতিহ্যে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
সম্প্রীতিতে বিশ্বাসী দেশের জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, কোনো অবস্থাতেই কারো উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়।
উল্লেখ্য, যেকোনো মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তার ব্যবস্থা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইসঙ্গে ষড়যন্ত্রকরীদের প্রতিহত করাও রাষ্ট্রের দায়িত্ব। কেননা ষড়যন্ত্র দেশ ও জাতিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে।