সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢিলা-কুলুখ নিয়ে ৪০ কদম হাঁটার কোনো তাৎপর্য আছে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

ঢিলা-কুলুখ নিয়ে ৪০ কদম হাঁটার কোনো তাৎপর্য আছে?

ঢিলা-কুলুখের ব্যবহার ইস্তিঞ্জার একটি আদব। হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, পানি থাকুক বা না থাকুক ইস্তিঞ্জার জন্য ঢিলা কুলুখ ব্যবহার জায়েজ। তবে, ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে—এমন কথা হাদিসের কোথাও নেই। প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনে শালীনতা বজায় রেখে একটু হাঁটাহাঁটির বিষয় থাকতে পারে, কিন্তু ৪০ সংখ্যার সাথে ঢিলা-কুলুখের কোনো সম্পর্ক নেই।

ভালোভাবে পবিত্রতা অর্জন ভালো আমল। কারণ, প্রস্রাব থেকে অপবিত্র থাকলে কবরে আজাব হয় মর্মে হাদিস রয়েছে। ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) মদিনা অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, যাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে। রাসুলুল্লাহ (স.) বললেন, ‘তাদের আজাব হচ্ছে। বড় কোনো কারণে আজাব হচ্ছে না। এরপর বললেন, হ্যাঁ, তাদের একজন প্রস্রাব থেকে ‘ইস্তিবরা’ করত না, আরেকজন পরনিন্দা করত।’ (সুনানে নাসায়ি: ২০৬৮, ২০৬৯)


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোসল ফরজ কেন হয়, ফরজ গোসলের নিয়ম

এখানে ইস্তিবরা বলতে অভ্যাস অনুযায়ী পবিত্র হওয়াকে বোঝায়। যেমন, এতটুকু হাঁটাহাঁটি, গলা খাকারি ইত্যাদি করা যে, পরে আবার পেশাবের ফোঁটা আসার সম্ভাবনা না থাকে। (দ্র: আলমাওসুআতুল ফিকহিয়্যা আলকুওয়ায়তিয়্যা: খ. ৪, পৃ. ১১৩;  রদ্দুল মুহতার: খ. ১, পৃ. ৫৫৮)

আরও পড়ুন: ইসলামে পবিত্রতার গুরুত্ব

সুতরাং প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের জন্য যার যে পদ্ধতি অবলম্বন করার করবে; যার হাঁটা প্রয়োজন শালীনতা বজায় রেখে সেভাবে পবিত্র হবে; কিন্তু ৪০ কদম পরিমাণ হতে হবে- এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজি ও সাহাবায়ে কেরামের সুন্নাহ যথাযথ পদ্ধতিতে পালনের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর