শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

যে দোয়া ও আমল নিশ্চিত কবুল হয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

যে দোয়া ও আমল নিশ্চিত কবুল হয়

সহিহ বুখারির হাদিস থেকে এমন অসাধারণ দোয়া ও এক আমলের তথ্য পাওয়া যায়, যা আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেন। দোয়া ও আমলটি রাতে ঘুম ভাঙার পর করতে হয়। আসুন হাদিস থেকে জেনে নিই- দোয়া ও আমলটি সম্পর্কে।

হজরত ওবাদাহ ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জেগে ওঠে এই দোয়া পড়ে— لآ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللهِ وَلآ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহ।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: জীবনের সব গুনাহ মাফের দোয়া

অর্থ: ‘এক আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজ্য তাঁরই। যাবতীয় প্রশংসা তাঁরই। তিনিই সব কিছুর ওপর শক্তিমান। সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ছাড়া।’ অতঃপর বলে-  اللَّهُمَّ اغْفِرْ لِي ‘আল্লাহুম্মাগফির লী’ অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন বা (অন্য কোনো) দোয়া করে, তাঁর দোয়া কবুল হয়। অতঃপর অজু করে (নামাজ আদায় করলে) তার নামাজ কবুল হয়। (সহিহ বুখারি: ১১৫৪)

আরও পড়ুন: প্রতিদিনের প্রয়োজনীয় দোয়াগুলো জেনে নিন

হাদিসের ঘোষণা অনুযায়ী, উল্লেখিত দোয়াটি নিশ্চিত কবুল হবে। আল্লাহুম্মাগ ফিরলী এর জায়গায় পাপমুক্তির অন্য যেকোনো দোয়াও করা যাবে। আর দোয়াটি শেষ করার পর যদি কেউ অজু করে এবং সুবহে সাদিকের আগে দু’চার রাকাত তাহাজ্জুদ আদায় করে, তাহলে এই নামাজও নিশ্চিত কবুল। 


বিজ্ঞাপন


উল্লেখিত হাদিসে ঘুমানোর আগে অজু শর্ত করা হয়নি। তবুও অজু করে ঘুমানোই উত্তম। যেমনটি অন্য হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (স.) বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় (ঘুমায়) এবং রাতে জেগে আল্লাহর কাছে  দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। (সুনানে আবু দাউদ: ৫০৪২)

আসলে গভীর রাতের দোয়া-জিকির আল্লাহর কাছে এমনিতেই অনেক পছন্দনীয় আমল। উপরন্তু নবীজির ঘোষিত নিয়ম অনুসরণ করলে নিশ্চয়ই তা আল্লাহর কাছে আরও পছন্দের বিষয় হবে। যে কারণে তিনি তা কবুল করেন। মহান আল্লাহ আমাদের সবাইকে আমল দুটি করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর