সারাদিন জেনে না-জেনে আমরা কত গুনাহ করে ফেলি। এসব গুনাহ থেকে ক্ষমা পেতে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফারের বিকল্প নেই। এক মহান ইবাদতের নাম দোয়া। এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। যারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায়, তিনি তাদের ওপর খুশি হন, আর যারা চায় না, তিনি তাদের ওপর রাগান্বিত হন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের রব (আল্লাহ) বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা মুমিন: ৬০)
হাদিসে এমন এক দোয়ার উল্লেখ রয়েছে, যেটি পাঠ করলে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। দোয়াটি পড়তে হয় খাওয়া-দাওয়ার পরে। তা হলো— الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ উচ্চারণ: ‘আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জাত ত্ব'আমা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ।’ অর্থ: ‘সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন— আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।’ (তিরমিজি: ৩৪৫৮)
বিজ্ঞাপন
আরও পড়ুন
যে দোয়া ১০ বার পড়লে গুনাহ করার ইচ্ছা জাগবে না
যে ৭ দোয়া জীবন বদলে দেবে
সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব গুনাহ ক্ষমা করা হয়।’ (তিরমিজি: ৩৪৫৮)
সহিহ বুখারিতে আরেকটি দোয়ার কথা এসেছে, যেটি নবীজি খাবারগ্রহণের পর দস্তরখান তুলে নেওয়ার সময় পড়তেন। দোয়াটি হলো- الْحَمْدُ لله كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْه“ رَبَّنَا উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহি হামদান কাছীরান ত্বয়্যিবান মুবারাকান ফীহি, গায়রা মাকফিয়্যিন, ওলা মুয়াদ্দায়িন ওলা মুসতাগনা আনহু রাব্বানা।’ অর্থ: ‘পবিত্র বরকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য। হে আমাদের রব, এত্থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারব না, বিদায় নিতে পারব না এবং এ থেকে বেপরোয়া হতেও পারব না।’ (সহিহ বুখারি: ৫৪৫৮)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত গুনাহ মাফের দোয়াটি নিয়মিত পড়ার তাওফিক দান করুন। জীবনের সকল ক্ষেত্রে সব বিষয়ে নবীজির সুন্নাহ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।