সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য যাদের হয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য যাদের হয়

প্রিয়নবীজির সঙ্গে সাক্ষাৎ জীবিত অবস্থায় হোক বা স্বপ্নযোগে, মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয়। যাঁরা জীবিত অবস্থায় ঈমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ লাভ করেছেন, তাঁরা উম্মাহর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়েছেন। আর যাঁরা স্বপ্নে নবীজির সাক্ষাৎ পান, তাঁরাও বিশেষ মর্যাদার অধিকারী। কারণ নবীজিকে স্বপ্নে দেখাও বাস্তবে দেখার মতোই। নবীজি (স.) বলেন, ‘যে আমাকে স্বপ্নে দেখল, সে যেন আমাকে জাগ্রত অবস্থায়ই দেখল।’ (সুনানে আবি দাউদ: ৫০২৩)

স্বপ্নে নবীজি (স.)-কে দেখা মানে সত্যই নবীজিকে দেখা। এখানে সংশয়ের অবকাশ নেই। কেননা শয়তান রাসুলে আকরাম (স.)-এর আকৃতি ধারণ করতে পারে না। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যে স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।’ (সহিহ বুখারি: ৬৯৯৪) অন্য বর্ণনায় এসেছে, ‘যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না।’ (সহিহ মুসলিম: ২২৬৬)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবুয়তের আগেই নবীজিকে চিনেছেন যারা 

প্রাজ্ঞ আলেমরা নবীজি (স.)-কে স্বপ্নে দেখার বিশেষ তিনটি আমল বর্ণনা করেছেন। তাহলো—১. অন্তরে নবীজি (স.)-এর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও ভালোবাসা ধারণ করা ২. সুন্নতের অনুসরণ, ৩. বেশি বেশি দরুদ পাঠ করা। (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ২/২৩৪)

আল্লাহ তাআলা উল্লেখিত আমলকারীদেরকে তাঁর রাসুলকে স্বপ্নে দেখিয়ে ধন্য করেন। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, ইমাম আবু হানিফা, আবদুর রহমান জামি, জালালুদ্দীন রুমি, শেখ সাদি, সাদুদ্দীন তাফতাজানি, হজরত শাহ ওলিউল্লাহ দেহলভি, আবদুল আজিজ, শায়খ জাকারিয়াসহ যুগে যুগে অসংখ্য নবীপ্রেমিক রাসুলুল্লাহ (স.)-কে স্বপ্নে দেখেছেন। বর্ণিত আছে, ইমাম মালেক (রহ.) অধিকাংশ রাতেই নবী করিম (স.)-কে স্বপ্নে দেখতেন।

আরও পড়ুন: যে দরুদ পড়লে নবীজির শাফায়াত অবধারিত


বিজ্ঞাপন


যাঁরা নবীজিকে স্বপ্নে দেখেন, তাঁরা বড়ই সৌভাগ্যবান। এটি অনেক ভালো একটি লক্ষণ। তবে, নবীজিকে স্বপ্নে দেখলে অবশ্যই জান্নাতি হবে—এমন কথা বলা যাবে না, যেহেতু এমন বক্তব্য কোরআন-হাদিসে নেই। হ্যাঁ, এমন স্বপ্নের কারণে জান্নাতে প্রবেশের আশা অবশ্যই করা যেতে পারে। বাকি নিশ্চিত করে বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে মহানবী (স.)-এর সাক্ষাৎ নসিব করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর