রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল্লাহর আইনের কোনো সাইড ইফেক্ট নেই: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

আল্লাহর আইনের কোনো সাইড ইফেক্ট নেই: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

বিশিষ্ট ধর্মীয় আলোচক ও খতিব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলেছেন, আল্লাহর আইনের কোনো সাইড ইফেক্ট নেই। 

সোমবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে ‘আল্লাহর আইনের কোনো সাইড ইফেক্ট নেই’— এ সাক্ষ্য ঈমানি মামলার বলে আখ্যায়িত করেন তিনি।


বিজ্ঞাপন


তার এই পোস্টকে ভালোভাবেই গ্রহণ করেছেন ভক্তরা। অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আমরা নাবিক১৩ নামের এক আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘সুন্দর একটা পোস্ট করেছেন আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের।’ মুহাম্মদ জাহিদ মোস্তফা মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, অল্প কথায় সুন্দর উপস্থাপনা।’ মুহাম্মদ শাহজাহান মিয়া লিখেছেন, ‘নিঃসন্দেহে তোমাদের জন্যে রাসুলুল্লাহ (ﷺ)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। (আল আহযাব: ২১)’

মূলত আল্লাহর আইনের প্রবক্তা হজরত মুহাম্মদ (স.)। তাঁর আনিত শরিয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ও বিচার-ফায়সালাকে আল্লাহর আইন বলা হয়। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা-সাধনা করা এবং এর গুরুত্ব মুসলিম উম্মাহর কাছে তুলে ধরা একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য।

আরও পড়ুন: আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল: ধর্ম উপদেষ্টা

ঈমানদার ব্যক্তির মনেপ্রাণে এ কথা বিশ্বাস করা জরুরি যে, আল্লাহর আইনের ঊর্ধ্বে বা উৎকৃষ্টতর কোনো আইন নেই। এ জন্যই আল্লাহর আইনের সাইড ইফেক্ট নেই—এ কথাকে ঈমানি মামলার সাক্ষ্য বলেছেন মাওলানা সাইফুল্লাহ।


বিজ্ঞাপন


আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ রাজধানীর মিরপুরের পল্লবি মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব। একইসঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি সবলিল ভাষায় ধর্মীয় আলোচনার জন্য জনপ্রিয়। সামাজিক কাজেও বেশ সক্রিয় এই আলেমে দ্বীন। জন্ম নওগাঁ শহরে; প্রাথমিক পাঠও সেখানে। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত। শিক্ষাজীবনে প্রতিটি স্তরে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর