ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (তিরমিজি: ৩৩৭০) দোয়া মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। দোয়াকে সম্মানিত ইবাদত ঘোষণা করে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, 'মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (ইবনে মাজাহ: ৩৮২৯)
আল্লাহ তাআলা এমন একজন দাতা যে, বান্দারা চাইলে তিনি খুশি হন, না চাইলে অসন্তুষ্ট হন। রাসুল (স.) ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তাঁর দয়া ও রহমত চাও। কেননা চাইলে তিনি খুশি হন। (তিরমিজি: ৩৫৭১)
বিজ্ঞাপন
আরও পড়ুন
কাউকে কষ্ট দিয়ে ফেললে তার জন্য যে দোয়া করবেন
অন্যের জন্য দোয়া করলে সঙ্গে সঙ্গে যা পাবেন
ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত দৈনন্দিন জীবনের পরতে পরতে মুমিনের জন্য দোয়া রয়েছে। কেউ যদি বলে, ‘আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি’ তার জন্যও সুন্দর একটি দোয়ার উল্লেখ দেখা যায় হাদিসে।
দোয়াটি হলো- أَحَبَّكَ الَّذِيْ أَحْبَبْتَنِيْ لَهٗ উচ্চারণ: ‘আহাব্বাকাল্লাজী আহবাবতানী লাহু।’ অর্থ: ‘যাঁর (আল্লাহর) জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে ভালোবাসুন।’ (আবু দাউদ: ৫০৩৭)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যেকোনো প্রেক্ষাপটে হাদিসের শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। কেউ আল্লাহর জন্য ভালোবাসলে তার জন্য উল্লেখিত দোয়াটি করার তাওফিক দান করুন। আমিন।

