আল্লাহ তাআলা বান্দাদের দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব’ (সুরা গাফির: ৬০)। অতএব, মুমিনের দায়িত্ব হলো—আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মহানবী (স.) বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং উম্মতকেও শিখিয়েছেন।
তার মধ্যে এমন এক দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, যেটি কাউকে গালমন্দ করে ফেললে তার জন্য রহমত কামনায় পাঠ করতে হয়। আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে এসেছে যে, রাসুলুল্লাহ (স.) নিজেই সেই দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো—
বিজ্ঞাপন
اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّمَا رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ أَوْ لَعَنْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً ‘আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন, ফা-আইয়ুমা রজুলিম মিনাল মুসলিমিনা সাবাবতুহু আও লাআনতুহু আও জালাদতুহু ফাজআলহা লাহু জাকাতান ওয়া রহমাহ।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি তো একজন মানুষ। সুতরাং আমি কোনো মুসলিমকে গাল-মন্দ করলে কিংবা তাকে অভিশাপ করলে অথবা আঘাত করলে তখন তুমি তার জন্য তা পবিত্রতা ও রহমত অর্জনের উপায় বানিয়ে দিয়ো।’ (মুসলিম: ৬৫১০)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে বর্ণিত দোয়াটি কষ্ট দেওয়া ভাইদের জন্য হাদিয়াস্বরূপ পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

