সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নামাজের প্রথম ২ রাকাতে ভুলে সুরা না মিলালে নামাজ হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

নামাজের প্রথম ২ রাকাতে ভুলে সুরা না মিলালে নামাজ হবে?

একজন ঈমানদারের জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ‘কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি আমলও ঠিক হবে। আর যদি নামাজ খারাপ হয়, তবে বাকি আমলও খারাপ হবে।’ (মুজামে তাবারানি, আউসাত: ১৮৫৯; জামে তিরমিজি: ৪১৩)

ফরজ নামাজে কোনও কমতি দেখা গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ‘দেখ, আমার বান্দার কোনও নফল (নামাজ) আছে কি না।’ অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে।’ (আবু দাউদ: ৭৭০; তিরমিজি: ৩৩৭; ইবনে মাজাহ: ১১৭)


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্যান্ডো গেঞ্জি পরে নামাজ শুদ্ধ হবে?

তাই নামাজ যেন বিশুদ্ধ হয়, এ সংক্রান্ত মাসায়েল ও আহকামগুলো জানা থাকা দরকার। প্রশ্ন হলো- নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পর ভুলে সুরা না মিলালে নামাজ হবে কি না।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ফরজ নামাজ হোক বা সুন্নত, চার রাকাতবিশিষ্ট নামাজ হোক বা দুই রাকাতবিশিষ্ট, নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পর অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পাঠ করা ওয়াজিব। 

আর ফরজ নামাজে প্রথম দুই রাকাতের কোনো রাকাতে ভুলবশত তা ছুটে গেলে তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পর একটি সুরা মিলিয়ে নেওয়া মুস্তাহাব। এক্ষেত্রে সুরা মিলানো হোক বা না হোক সাহু সেজদা করা ওয়াজিব। সাহু সেজদা না করলে প্রথম বা ২য় রাকাতে সুরা না মিলানোর কারণে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব। 


বিজ্ঞাপন


(ফতোয়ায়ে খানিয়া: ১/১১২; বাদায়েউস সানায়ে: ১/৪০৫; খুলাসাতুল ফতোয়া: ২/১৭৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর