ইসলামে সাকিনাহ বা প্রশান্তি একটি কাঙ্ক্ষিত শব্দ। সাকিনাহ অর্থ শান্তি, প্রশান্তি, স্বস্তি, সান্ত্বনা, স্থিরতা ও সহনশীলতা। যা আল্লাহ তাআলা বান্দার অন্তের ঢেলে দেন। কোরআন সুন্নাহর একাধিক স্থানে সাকিনাহ শব্দের ব্যবহার ও প্রয়োগ দেখা যায়। এ সাকিনাহ নাজিল করার মাধ্যমেই আল্লাহ তাআলা মুমিনের ঈমান আরও বাড়িয়ে দেন। সেইসঙ্গে আল্লাহর প্রতি বান্দার আস্থা ও নির্ভরতা আরও বেশি সুদৃঢ় হয়।
আল্লাহ তাআলা বলেন- هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَّعَ إِيمَانِهِمْ ‘তিনি মুমিনদের অন্তরে সাকিনাহ (প্রশান্তি) অবতীর্ণ করেন; যাতে তাদের ঈমানের সঙ্গে আরও ঈমান বেড়ে যায়।’ (সুরা আল-ফাতহ: ৪)
বিজ্ঞাপন
আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া
সাকিনাহ লাভের জন্য এই দোয়া করা যায়– اَللَّهُمَّ أَنْزِل عَلَى قَلْبِىْ السَّكِيْنَة উচ্চারণ: ‘আল্লাহুম্মা আংযিল আলা ক্বালবি সাকিনাহ’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমার অন্তরে সাকিনাহ বা প্রশান্তি দান করুন।’
মনে রাখতে হবে, সাকিনাহ যেহেতু বান্দার প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ, তাই কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপনের বিকল্প নেই।
আরও পড়ুন: যে দোয়া পড়লে যা হারিয়েছেন তার চেয়ে উত্তম কিছু পাবেন
বিজ্ঞাপন
অতএব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাওবা-ইস্তেগফার করা, আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করা, ভালো-মন্দ সব বিষয়ে আল্লাহর ফায়সালার ওপর বিশ্বাস রাখা, কল্যণলাভে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা, সৎ লোকের সংস্পর্শে থাকা, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি নফল ইবাদত সাকিনাহ লাভের সর্বোৎকৃষ্ট উপায়।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে ঈমানের মিষ্টতা, অনাবিল সুখ, শান্তি ও পরিতৃপ্তি দান করুন। আমিন।

