রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

এক মুসলিমের ওপর অন্য মুসলিমের অধিকারগুলো কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১০:০৪ এএম

শেয়ার করুন:

এক মুসলিমের ওপর অন্য মুসলিমের অধিকারগুলো কী

এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার ওপরে জুলুম করে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করে না এবং তাকে লাঞ্ছিত ও হেয় করে না। কোনো ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে হেয় ও ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম আর নেই। (মুসনাদে আহমাদ: ১৬/২৯৭)

আসলে এটি আল্লাহরই এক অনুগ্রহ যে, জীবন চলার পথে সব অঙ্গনে মুসলিমরা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। ইসলামে এক মুসলিমের ওপর অন্য মুসলিমের কিছু অধিকার রয়েছে। হজরত আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ ‘একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক আছে’। قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ প্রশ্ন করা হলো, ‘হে আল্লাহর রাসুল! সেগুলো কী কী?’


বিজ্ঞাপন


তিনি বললেন ১. إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ সাক্ষাৎ হলে তাকে সালাম করবে
২. وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ  দাওয়াত করলে গ্রহণ করবে
৩. وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ সৎ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিবে
৪. وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, তার জন্য (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দোয়া করবে
৫. وَإِذَا مَرِضَ فَعُدْهُ অসুস্থ হলে তার সেবা-শুশ্রুষা করবে এবং
৬. وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ মৃত্যুবরণ করলে তার (জানাজার) সঙ্গে যাবে।’ (সহিহ মুসলিম: ৫৪৬৬)

সুতরাং প্রতিটি মুসলিম ব্যক্তির উচিত হকগুলোর দিকে লক্ষ রাখা। গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, এই ৬টি বিষয় প্রায় আমাদের বেশির ভাগের ভেতর অনুপস্থিত। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর