প্রাচুর্য ও দারিদ্র্য আল্লাহ তাআলার পরীক্ষার মাধ্যমমাত্র। ইসলামি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, গরিব লোক যা আছে তাতে শোকরগুজার হলেই প্রতিদান। এজন্যই রাসুল (স.) বলেছেন, জান্নাতে উঁকি দিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসীই দরিদ্র। (বুখারি: ৬৫৪৬)
ধনীর যদি ঈমানের ধনও থাকে এবং রাসুল (স.)-এর নির্দেশনা মোতাবেক ব্যয় করে, তাহলে তার মর্যাদাও আল্লাহর কাছে বহুগুণে বেড়ে যায়। সহিহ বুখারিতে এসেছে, ‘বিধবা ও মিসকিন-এর জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে নামাজে দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মতো। (বুখারি: ৫৩৫৩)
বিজ্ঞাপন
আরও পড়ুন: কোরআন-হাদিসে বর্ণিত ধনী হওয়ার ১০ উপায়
কিন্তু ধনী লোক সম্পদের যথাযথ ব্যবহার না করলে এবং মানুষের হক আদায় না করলে কঠিন পরিণাম ভোগ করবে। কেয়ামতের দিন মহান আল্লাহ তাআলা দরিদ্রদের হয়ে ধনীদের কাছে তিনটি প্রশ্ন করবেন। প্রশ্নের ধরন দেখেই ধনীরা হতবাক হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রশ্নের ব্যাখ্যা জানতে চাইবে। মহান আল্লাহ তাদের বুঝিয়ে দেবেন এবং কৃতকর্মের শাস্তিও দেবেন।
সেই তিনটি প্রশ্ন সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেন, কেয়ামতের দিন আল্লাহ বলবেন, ‘হে আদমসন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করোনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনার সেবা করব—আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল? তুমি তো তাকে সেবা করোনি। তুমি কি জানতে না, যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে?’
বিজ্ঞাপন
এরপর বলবেন, ‘হে আদমসন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনাকে খাদ্য দেব—আপনি তো সৃষ্টিকুলের রব?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা খাবার চেয়েছিল? তুমি তো খাবার দাওনি। তুমি কি জানতে না, যদি তাকে খাবার দিতে তাহলে তা (প্রতিদান) আমার কাছে পেতে?’
এরপর বলবেন, ‘হে আদমসন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনাকে পানি পান করাব—আপনি তো সৃষ্টিকুলের রব?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা পিপাসিত ছিল? তুমি তো তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না, যদি তাকে পানি পান করাতে তাহলে তা (প্রতিদান) আমার কাছে পেতে?’ (সূত্র: সহিহ মুসলিম: ২৫৬৯)
মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ও রাসুলের অনুগত করুন। দুনিয়ার জীবন সহজ ও সুন্দর করুন এবং আখেরাতে উত্তম পুরস্কার দান করুন। আমিন।

