সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ফজর পড়ার সময় সূর্যোদয় শুরু হলে নামাজ শুদ্ধ হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

ফজর পড়ার সময় সূর্যোদয় শুরু হলে নামাজ শুদ্ধ হবে?

ঈমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ওই সময়ের মধ্যেই ওয়াক্তিয়া নামাজ আদায় করতে হয়। আবার তিন সময়ে নামাজ পড়া ইসলামে নিষিদ্ধ। ওই সময় কাজা নামাজ পড়াও জায়েজ নেই। সময়গুলো হলো- ১. সূর্যোদয়ের সময় ২. সূর্য মধ্য আকাশে অবস্থানের সময় এবং ৩. সূর্যাস্তের সময়।

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে ‘ফজর’ নামে একটি সুরাও রয়েছে। এমনকি মহান আল্লাহ শপথ করেছেন ফজরের। (সুরা ফজর: ১) ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো...।’ (মুসলিম: ১৩৭৯)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফজরের কাজা কখন পড়বেন, সুন্নত পড়তে হবে কি?

ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে, শেষ হয় সূর্য ওঠার আগে। ফজরের নামাজ পড়া অবস্থায় সূর্যোদয় শুরু হলে নামাজ শুদ্ধ হবে কি না জানতে চান অনেকে।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষেধ। এ সময় ফজরের ফরজ নামাজ বা কোনো কাজা পড়াও সহিহ নয়। পড়লে তা আদায় হবে না। তাই পরে তা কাজা করে নিতে হবে। অনুরূপ যদি সূর্যোদয়ের আগে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্য উদিত হয়ে যায়, সেটিও পরবর্তীতে কাজা করে নিতে হবে।

(বাদায়েউস সানায়ে: ১/৩২৯; আলমাবসুত, সারাখসি: ১/১৫০; খিজানাতুল আকমাল: ১/১৪৪; ফতোয়ায়ে খানিয়া: ১/৩৯; রদ্দুল মুহতার: ১/৩৭৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর