রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুলে কুলি ছাড়া অজু করলে নামাজ সহিহ হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

ভুলে কুলি ছাড়া অজু করলে নামাজ সহিহ হবে?

অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের মাধ্যম। হাদিসে অজুকে নামাজের চাবি আখ্যা দেওয়া হয়েছে। অজুর বিধান সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং মাথা মাসেহ করবে আর পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে...।’ (সুরা মায়েদা: ৬)

উল্লেখিত আয়াত অনুযায়ী, অজুতে যেসব অঙ্গ ধৌত করা ফরজ সেগুলো হলো- ১. মুখমণ্ডল ধৌত করা। ২. দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা। ৩. মাথা মাসেহ করা এবং ৪. উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করা।


বিজ্ঞাপন


প্রশ্ন হলো- কেউ ভুলে কুলি ছাড়া অজু করে নামাজ পড়লে তা শুদ্ধ হবে কি না। অর্থাৎ কুলি ছাড়া অজুর বাকি কাজগুলো যথাযথ আদায় করার পর নামাজ পড়লে তার নামাজ সহিহ হবে কি না?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, এক্ষেত্রে কুলি ছুটে গেলেও অজু হয়ে গেছে এবং নামাজও হয়ে গেছে। তবে, অজুতে কুলি করা সুন্নতে মুয়াক্কাদা। তা আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। আর অজুর পূর্ণ ফজিলত পাওয়ার জন্য তা সুন্নত মোতাবেক যথাযথভাবে হওয়া উচিত। তাই মনোযোগ সহকারে অজু করা বাঞ্ছনীয়। যেন তা সকল সুন্নতসহ যথাযথভাবে আদায় হয়।

উল্লেখ্য, তিনটি শর্ত একইসঙ্গে বিদ্যমান না থাকলে অজু শুদ্ধ হবে না। ১. যেসব অঙ্গ ধৌত করা আবশ্যক, সেসব অঙ্গের পুরো অংশে পানি পৌঁছতে হবে (মুসলিম: ৩৫৯) ২. এমন কোনো বস্তু অজুর অঙ্গে থাকতে পারবে না, যেগুলো চামড়া পর্যন্ত পানি পৌঁছতে প্রতিবন্ধক। যেমন—মোম, আঠা ইত্যাদি (বায়হাকি, শুয়াবুল ঈমান: ৩৬৭) ৩. অজুর সময় অজু ভেঙে যাওয়ার মতো কিছু সংঘটিত হলে অজু শুদ্ধ হবে না; পুনরায় করতে হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ১/১৮১)


বিজ্ঞাপন


(কিতাবুল আছল: ১/৩২; শরহু মুখতাসারিত তাহাবি: ১/৩৩৮; আলহাবিল কুদসি: ১/১১৭; ফাতহুল কাদির: ১/২৩; শরহুল মুনয়া পৃ-৩২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর