সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজা রোজার নিয়ত সকালে করলে শুদ্ধ হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

কাজা রোজার নিয়ত সকালে খাওয়ার আগে করা যায়?

রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। আসলে যেকোনো আমলের আগেই নিয়ত ঠিক থাকতে হবে। অন্যথায় সেই আমল আল্লাহ কবুল করবেন না। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি: ১)

রমজান মাসের প্রতিটি কাজা রোজার জন্যও পৃথক পৃথক নিয়ত শর্ত। তবে মুখে না বলে কাজা রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই নিয়তের অন্তর্ভুক্ত। বস্তুত মনের ইচ্ছাই হলো নিয়ত। এটি মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার কাজা রোজাগুলো আদায় হয়ে যাবে। তবে মুখে নিয়ত করা উত্তম। (তাবয়িনুল হাকায়েক: ১/৩১৫, ফাতহুল কাদির: ২/৩১২, ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৫৭)


বিজ্ঞাপন


আরও পড়ুন: রোজার কাজা ও কাফফারা যেভাবে আদায় করবেন

অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সেহেরি খেতে উঠতে না পেরে সকালে কিছু খাওয়ার আগে কাজা রোজার নিয়ত করে থাকেন। এভাবে রোজা রাখলে আদায় হবে কি না জানতে চেয়ে একজন প্রশ্ন করেছেন, ‘গত শুক্রবার কাজা রোজা রাখার ইচ্ছা ছিল, কিন্তু শুক্রবার রাতে রোজার কথা খেয়ালই ছিল না। পরে ওই দিন সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগেই রোজা রাখার কথা স্মরণ হলে রোজার নিয়ত করে ফেলি। রোজাটি কি আদায় হয়েছে?’

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ওই দিন আপনি যেহেতু সকাল হওয়ার পর নিয়ত করেছেন, তাই এই রোজাটি কাজা হিসেবে আদায় হয়নি; বরং তা নফল গণ্য হয়েছে। কেননা কাজা রোজার নিয়ত রাতেই, সুবহে সাদিক তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগে করা জরুরি। সুবহে সাদিক হয়ে যাওয়ার পর কাজা রোজার নিয়ত করা সহিহ নয়। তাই ওই কাজা রোজাটি আপনাকে পুনরায় রাখতে হবে।

(শরহু মুখতাসারিত তাহাবি, জাসসাস: ২/৪০১; মুখতারাতুন নাওয়াজিল: ১/৪৫৪; আজজাখিরাতুল বুরহানিয়া: ৩/৪২; আলবাহরুর রায়েক: ২/২৬২; রদ্দুল মুহতার: ২/৩৮০)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর