রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গম খেজুর কিশমিশ পনির—কোনটার কত পরিমাণ ফিতরা আদায় করবেন?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

গম খেজুর কিশমিশ পনির—কোনটার ফিতরা কত?

সদকাতুল ফিতর বা ফিতরা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত। এটি জাকাতেরই একটি প্রকার। সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এর দুটি তাৎপর্য বর্ণিত হয়েছে। ১. অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হলো তা পূরণের জন্য। ২. নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। (আবু দাউদ: ১৬০৯)

ইসলামি শরিয়াহমতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরিফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ১. ‘এক সা’ ২.‘অর্ধ সা’। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’=৩২৭০.৬০ গ্রাম (প্রায়), অর্থাৎ তিন কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। এ ছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে ‘নিসফে সা’=১৬৩৫.৩১৫ গ্রাম, অর্থাৎ এক কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে। (আওজানে শরইয়্যাহ, পৃষ্ঠ- ১৮)


বিজ্ঞাপন


আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা মতে, ‘এক সা’-এর পরিমাণ নির্ধারণ করা হয়, তিন কেজি ৩০০ গ্রাম। আর ‘আধা সা’-এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সামর্থ্য থাকার পরও সর্বনিম্ন দ্রব্যের ফিতরা দেওয়া অপছন্দনীয়। কারণ হাদিস শরিফে এসেছে একবার রাসুলুল্লাহ (স.)-কে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, ‘দাতার নিকট যা সর্বোত্কৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি।’ (বুখারি: ২৫১৮)

আরও পড়ুন
যেসব পণ্যের জাকাত দেওয়া ফরজ
যাদের জাকাত দিলে আদায় হবে না

নিচে ইসলামি ফাউন্ডেশন নির্ধারিত ২০২৪ সালের ৫ রকম ফিতরার পরিমাণ দেওয়া হলো। 

১. গম ও আটা: এক কেজি ৬৫০ গ্রাম গম ও আটার বর্তমান বাজারমূল্য ১১৫ টাকা;


বিজ্ঞাপন


২. যব: তিন কেজি ৩০০ গ্রাম ওজনের যবের মূল্য ৪০০ টাকা;

৩. কিশমিশ: তিন কেজি ৩০০ গ্রাম কিশমিশের দাম ২,১৪৫ টাকা;

৪. খেজুর: তিন কেজি ৩০০ গ্রাম খেজুরের দাম ২,৪৭৫ টাকা;

৫. পনির: তিন কেজি ৩০০ গ্রাম পনিরের দাম ২,৯৭০ টাকা।

সদকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে যেমন আদায় করা যায়, তেমনি টাকা দিয়েও আদায় করা যায়। কারণ সলফে সালেহিনরা সহজ ও উপযোগী বিবেচনায় উভয়ভাবে ফিতরা আদায় করতেন। (বুখারি: ১১৪৭; মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১০৪৭২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর