রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোজা রেখে টুথপেস্ট ব্যবহারের বিধান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ০২:০২ পিএম

শেয়ার করুন:

রোজা রেখে টুথপেস্ট ব্যবহারের বিধান

রমজান মাসের প্রথম এবং মূল ইবাদত হলো রোজা রাখা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকাই হলো রোজা। তাই রোজাদারকে পানাহার বা কামাচারের সকল দিক থেকে সতর্ক থাকতে হয়। রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করলে তা রোজার জন্য ক্ষতিকর কি না অথবা টুথপেস্ট গলার ভেতরে চলে গেলে রোজা ভাঙে কি না জানতে চান অনেকে। 

এর উত্তরে  ফুকাহায়ে কেরাম বলেন, রোজা রেখে টুথপেস্ট, টুথ পাউডার, মাজন কিংবা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহে তানজিহি। কারণ, এতে স্বাদ রয়েছে। রোজা রেখে যেকোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। আর যদি তা গলায় বা পেটের ভেতর চলে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তাই এক্ষেত্রে মিসওয়াক ব্যবহার করাই উত্তম। এতে রোজার কোনো ক্ষতি হয় না। (তথ্যসূত্র: আল বাহরুর রায়েক, খণ্ড-২, পৃষ্ঠা-২৭৯, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৯, কিতাবুল ফতোয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪০১; রদ্দুল মুখতার: ২/৪১৫-৪১৬; ফতোয়া খানিয়া: ১/২০৪; হিদায়া: ১/২২০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: রমজানে মিসওয়াক করার উপকার

দাঁতে গুল ব্যবহারের বিধান হলো- অভ্যাসগতভাবে যারা গুল ব্যবহার করেন, তাদের রোজা অবস্থায় গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা আদায় করতে হবে। আর যদি অভ্যাসগত না হয়; বরং দাঁতের কোনো উপকার বা দাঁত পরিষ্কারের লক্ষ্যে গুল ব্যবহার করেন, তাহলে গলার ভেতর তার প্রতিক্রিয়া অনুভূত না হওয়া পর্যন্ত রোজা ভাঙবে না। (ফতোয়া হিন্দিয়া: ১/২০৪, খুলাসাতুল ফতোয়া: ১/২৫৩, ইমদাদুল আহকাম: ২/১২৮, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৫/৪৫০)

আরও পড়ুন: রমজানের যে ৩ সময় দোয়া করলেই কবুল

অতএব, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মাকরুহ হলেও রোজা রেখে টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত না মাজাই হবে বুদ্ধিমান মুমিনের কাজ। যদি মাজতেই হয়, তা যেন সেহেরি ও ইফতারের পর হয়। আর মিসওয়াক ব্যবহার করা সবসময়ের জন্য সুন্নাহসমর্থিত ও উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের দিনে রোজার বিধিবিধান যথাযথভাবে মেনে চলার এবং সন্দেহজনক বিষয় এড়িয়ে চলার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর