ভালোবাসা দিবসের নামে নারী-পুরুষের মেলামেশা ও এর কিছু ভয়ংকর পরিণাম তুলে ধরে দেশের মুসলমানদের সতর্ক করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, তথাকথিত কাছে আসার পরেই তৈরি হয় সৃষ্টিকর্তার নাফরমানির গল্প, মা-বাবার অবাধ্যতার গল্প, প্রতারিত হওয়ার গল্প, পরিবার ধ্বংসের গল্প, খুন-ধর্ষণের গল্প, ময়লার ভাগাড়ে নবজাতক পড়ে থাকার গল্প, আত্মহননের গল্পসহ আরো বহু ভয়ংকর গল্প।
বিজ্ঞাপন
ইসলামসম্মত ভালোবাসা কাম্য
থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
প্রত্যেকেই মৌলবাদী, দোষ শুধু ইসলামপন্থীদের: শায়খ আহমাদুল্লাহ
সমাজ নষ্টের কারিগররা জেনার আগের গল্প শোনালেও পরের গল্পগুলো শোনায় না।
উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ একজন জনপ্রিয় দাঈ। সমসাময়িক বিষয়ে ইসলামি নির্দেশনা ও শরিয়তের বিধি-নিষেধগুলো তিনি যেকোনো উপায়ে মুসলমানদের কাছে তুলে ধরার বিষয়ে জোর দিয়ে থাকেন। আজ বুধবার ভালোবাসা দিবস। কিন্তু ইসলামে ভালোবাসা দিবস বলতে কিছু নেই। বরং প্রতিদিনই মানুষ নিজ সন্তানকে, মা-বাবাকে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে, মানুষ মানুষকে ভালোবাসবে, আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসবে। তাই ভালোবাসা দিবস বলে একটি দিনকে নির্দিষ্ট করা এবং সুযোগ নিয়ে অশ্লীলতার ধারেকাছে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই।