বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে। ইতিমধ্যে তাবলিগ জামাতের সাথীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দান। অনেকে অবস্থান নিয়েছেন মাঠের পাশের রাস্তা ও ফুটপাতে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) থেকে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু করেছেন প্রসিদ্ধ আলেম মুরব্বিরা। আজ বৃহস্পতিবার ফজরের পর বয়ান করেছেন ভারতের মাওলানা আহমদ লাট। এদিন বাদ জোহর বয়ান করেছেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। আজ বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। প্রাথমিক মাশওয়ারা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বয়ানসূচি নিচে দেওয়া হলো
বিজ্ঞাপন
আরও পড়ুন: তাবলিগ জামাতের ১৯ কার্যক্রম
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪)
বাদ ফজর- মাওলানা আহমদ লাট সাহেব, ভারত
বাদ জোহর- মাওলানা রবিউল হক সাহেব, বাংলাদেশ
বাদ আছর- মাওলানা ফারুক সাহেব, বাংলাদেশ
বাদ মাগরিব- মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, ভারত
পড়ুন: বিশ্ব ইজতেমা বাংলাদেশে স্থায়ী হলো যেভাবে
শুক্রবার (০২ ফেব্রুয়ারি ২০২৪)
বাদ ফজর- মাওলানা আহমদ বাটলা সাহেব,পাকিস্তান
সকাল ১০টায় তালিম- মাওলানা জিয়াউল হক সাহেব, পাকিস্তান
বাদ জুমা- মাওলানা ওমর খতিব সাহেব, জর্ডান
বাদ আছর- হাফেজ মাওলানা জুবায়ের সাহেব, বাংলাদেশ
বাদ মাগরিব- মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্তান
বিজ্ঞাপন
বয়ানের বাকি সিডিউল পরে জানানো হবে। তবে, অন্যান্য বছরের মতো শেষদিন হিসেবে শনিবারে (০৩ ফেব্রুয়ারি) ইজতেমায় আলেম, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ানের ব্যবস্থা থাকবে। এদিন বাদ আছর ইজতেমা মাঠের মূল মঞ্চের পাশে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হবে। ০৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই পর্বের ইজতেমা কার্যক্রম।
এরপর চারদিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লীর নিজামউদ্দিন মারকাজের অনুসারী (সা’দ পন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি মোনাজাতের মধ্য দিয়ে এবারের তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা শেষ হবে।

