রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বর্ণের গহনা উপহার নেওয়া পুরুষের জন্য জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

স্বর্ণের গহনা উপহার নেওয়া পুরুষের জন্য জায়েজ?

পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এর স্বপক্ষে অনেক দলিল রয়েছে। এক হাদিসে উমামা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ حَرِيرًا وَلَا ذَهَبًا ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন রেশমি কাপড় এবং স্বর্ণ ব্যবহার না করে।’ (মুসনাদে আহমদ: ২২২৪৮) আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে এসেছে-أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِنَّكَ جِئْتَنِي وَفِي يَدِكَ جَمْرَةٌ مِنْ نَارٍ ‘নাজরান থেকে এক ব্যক্তি রাসুল (স.)-এর কাছে আসল। তার হাতে ছিল স্বর্ণের আংটি। তখন রাসুল (স.) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, নিশ্চয় তুমি জাহান্নামের জ্বলন্ত অঙ্গার তোমার হাতে নিয়ে এসেছো।’ (সুনানে নাসায়ি: ৫১৮৮, মুসনাদে আহমদ: ১১১০৯, সহিহ ইবনে হিব্বান: ৫৪৮৯)

স্বর্ণ শুধু নারীরাই ব্যবহার করতে পারবে। হজরত আলী (রা.) থেকে বর্ণিত,  أَخَذَ حَرِيرًا وَذَهَبًا فَقَالَ هَذَانِ حَرَامَانِ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لِإِنَاثِهِمْ ‘রাসুল (স.) রেশম এবং স্বর্ণ নিলেন, তারপর বললেন, এ দুটি বস্তু আমার উম্মতের পুরুষের জন্য হারাম কিন্তু নারীদের জন্য জায়েজ। (ফাতহুল বারি: ১০/২৯৬)


বিজ্ঞাপন


প্রশ্ন হলো- পুরুষকে স্বর্ণের গহনা উপহার হিসেবে দেওয়া এবং তা গ্রহণ করা যাবে কি? নাকি ব্যবহারের মতো দেওয়া-নেওয়াও নিষিদ্ধ?

পুরুষের জন্য রুপা ব্যবহারের শর্ত
স্বর্ণের প্রতি অতি আকর্ষণ, কোরআনের সতর্কতা

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, শুধু স্বর্ণের ব্যবহারটাই পুরুষের জন্য নিষিদ্ধ, মালিক হওয়া নিষিদ্ধ নয়। অতএব, পুরুষ স্বর্ণ ক্রয়-বিক্রয় করতে পারবে, অন্যকে হাদিয়া দিতে পারবে এবং নিতেও পারবে।

আয়েশা (রা.) বলেন, ‘আবিসিনিয়ার বাদশাহ নজাশি রাসুল (স.)-কে কিছু অলঙ্কার হাদিয়া দিলেন। তাতে আবিসিনীয় পাথর বসানো একটি স্বর্ণের আংটি ছিল। রাসুল (স.) তা অপছন্দ করায় একটি কাঠি বা হাতের আঙ্গুল দ্বারা তা নিলেন। অতঃপর তার মেয়ের মেয়ে (নাতনি) উমামা বিনতে আবুল আসকে ডেকে বললেন, তুমি এটা পরো।’ (সুনানে ইবনে মাজাহ: ৩৬৪৪, মুসনাদে আহমদ: ২৪৮৮০)


বিজ্ঞাপন


(তথ্যসূত্র: মুসনাদে আহমদ: ২৪৮৮০; সুনানে আবু দাউদ: ৪২৩২; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২৫৬৪৯; সুনানে ইবনে মাজাহ: ৩৬৪৪)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর