সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হুসাইন (রা.)-এর প্রশ্ন- ‘নানাজি আপনি বড় না আমি বড়?’ গল্পটি বানোয়াট

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

হুসাইন (রা.)-এর প্রশ্ন- ‘নানাজি আপনি বড় না আমি বড়?’ গল্পটি বানোয়াট

প্রিয়নবী (স.)-এর সীরাত মুসলমানদের সবচেয়ে আবেগের জায়গা। এই সুযোগে বানোয়াট ও অনির্ভরযোগ্য সূত্রের বরাতে বিভিন্ন লেখা, বক্তব্য ও কিসসার প্রচলন এখনও সমাজ থেকে পুরোপুরি শেষ হয়নি। শিরোনামে উল্লেখিত ‘নানাজি আপনি বড় না আমি বড়’ ঘটনাটিও বহুল প্রচলিত এক কাহিনি।

কিসসাটি এরকম— একবার হাসান-হুসাইন (শিশুকালে) নবীজীর সঙ্গে খেলা করছিলেন। হঠাৎ হুসাইন (রা.) নবীজীর কোলে বসে বললেন, নানাজি! বলুন তো, আপনি বড় না আমি বড়! ছোট্ট নাতির এমন প্রশ্ন শুনে নবীজি আশ্চর্য হলেন। বললেন, আমি বড়! হুসাইন বললেন- না, আমি বড়! নবীজি বললেন, বুঝলাম তুমি বড়; কিন্তু কীভাবে?


বিজ্ঞাপন


নবীজির জীবনী পড়ার উপকারিতা
নবীজি চাঁদকে দুইভাগ করেছিলেন যেভাবে

হুসাইন তখন প্রশ্ন করলেন- বলুন তো আপনার পিতার নাম কী? নবীজি বললেন, আব্দুল্লাহ। হুসাইন বললেন, আর আমার পিতার নাম জানেন? আমার পিতা হলেন, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব।

হুসাইন আবার প্রশ্ন করলেন- আপনার মায়ের নাম কী? নবীজি বললেন, আমেনা। হুসাইন তখন বললেন- আর আমার মায়ের নাম জানেন? আমার মা হলেন, সায়্যিদাতু নিসা-ই আহলিল জান্নাহ-জান্নাতের রমণীদের সরদার ফাতেমাতুজ জাহরা।

হুসাইন আবার প্রশ্ন করলেন- আপনার নানীর নাম বলেন। নবীজি তাঁর নানীর নাম বললে হুসাইন বললেন- আর আমার নানীকে চেনেন? আমার নানী হলেন ওই নারী, যাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজাতুল কুবরা।


বিজ্ঞাপন


নবীজির স্পর্শে ঝুলে পড়া চোখ সুস্থ হওয়ার ঘটনা
নবীজির সুপারিশ লাভের বিশেষ ৪ আমল

এবার প্রশ্ন করলেন- বলুন তো আপনার নানার নাম কী? নবীজি নিজের নানার নাম বললে হুসাইন বললেন- আর আমার নানা কে জানেন? আমার নানা হলেন, দোজাহানের সরদার, সায়্যিদুল মুরসালিন, খাতামুন্নাবিয়্যিন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

এই গল্প আমরা প্রায়ই শুনে থাকি। কিছু অসতর্ক বক্তার মুখে খুব চটকদার উপস্থাপনায় এ কিসসাটি এখনও শোনা যায়। কিন্তু বাস্তবতা হলো- এর নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। বরং, এটি একটি বানোয়াট কিসসা। সুতরাং আমরা এ ধরণের অনির্ভরযোগ্য কাহিনি বলা থেকে বিরত থাকব। আর শ্রোতা বা পাঠক হিসেবেও আমরা হাদিস ও সীরাত সংক্রান্ত যেকোনো ঘটনা আগে যাচাই করার চেষ্টা করব। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।

(সূত্র: আলকাউসার)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর