মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজির স্পর্শে ঝুলে পড়া চোখ সুস্থ হওয়ার ঘটনা

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

নবীজির স্পর্শে ঝুলে পড়া চোখ সুস্থ হওয়ার ঘটনা
প্রতীকী ছবি

প্রখ্যাত সাহাবি কাতাদাহ (রা.)। রাসুলুল্লাহ (স.)-এর সঙ্গে ঐতিহাসিক বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের একজন। উপনাম আবু আমর বা আবু আব্দুল্লাহ। নোমান ইবনে জায়েদের সন্তান ছিলেন তিনি। তীর চালনায় ছিলেন দক্ষদের একজন।

আবু সাঈদ আল-খুদরি (রা.) ছিলেন তাঁর বৈপিত্রেয় ভাই। রিফাআহ ইবনে জায়েদ (রা.) তাঁর আপন চাচা। তিনি ছিলেন নবীজির অন্যতম সহযোদ্ধা। বদর, ওহুদ, খন্দকসহ সব যুদ্ধে শরিক ছিলেন। মক্কা বিজয় অভিযানে ‘বনু যফর’ গোত্রের পতাকাটি তাঁর হাতে ছিল। (সিয়ারু আলামিন নুবালা: ৪/১২; আত-তাবাকাতুল কুবরা: ৩/৩৪৫—৩৪৬)


বিজ্ঞাপন


ওহুদ যুদ্ধে প্রতিপক্ষের একটি তীর তাঁর চোখে বিদ্ধ হয়। ফলে গোটা চোখ স্বস্থান থেকে বেরিয়ে গালের ওপর ঝুলে পড়ে। আহত অবস্থায় চলে গেলেন রাসুল (স.)-এর কাছে। রাসুল (স.) নিজ হাতে তা স্বস্থানে বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই চোখ নিয়ে তিনি জীবনের শেষ পর্যন্ত বেঁচে ছিলেন এবং এই চোখটি অপর চোখ অপেক্ষা অধিক সুন্দর ও জ্যোতিসম্পন্ন ছিল। (সিয়ারু আলামিন নুবালা: ৪/১২; আত-তাবাকাতুল কুবরা: ৩/৩৪৫—৩৪৬)

আরও পড়ুন: যে সাহাবির সঙ্গে কথা বলেছেন মহান আল্লাহ

নবীজি (স.)-এর সহযোদ্ধা এই সাহাবি দ্বিতীয় খলিফা ওমর (রা.)-এর খেলাফতামলে ২৩ হিজরি সনে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ছিল ৬৫ বছর। খলিফা ওমর (রা.) তাঁর জানাজা পড়ান। কবরে রেখেছেন তাঁর ভাই আবু সাঈদ খুদরি (রা.), মুহাম্মদ ইবনে মাসলামাহ (রা.) ও হারেছ ইবনে খাজামাহ (রা.)। 

(মুখতাসার তারিখে দিমাশক: ২১/৭৩, মিশকাত [আসমাউর রিজাল] ৬১৩, সাহাবায়ে কেরামের আলোকি জীবন: ৪১৯, আত তাবাকাতুল কুবরা: ৩/৩৪৬)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর