রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজির পোশাক যেমন ছিল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

নবীজির পোশাক যেমন ছিল

প্রিয়নবী (স.) সাদাসিধে এবং সাধারণ পোশাক পরতে অভ্যস্ত ছিলেন। তিনি আড়ম্বরপূর্ণ পোশাক পরতেন না। তবে কখনও খুবই মূল্যবান চাদর পরেছেন, যেগুলো হাদিয়ার ছিল এবং বিশেষ সময়ে তা পরিধান করেছেন। নবীজি তালি লাগিয়েও অনেক জামা পরেছেন। ময়লা ও দুর্গন্ধযুক্ত পোশাক তিনি অপছন্দ করতেন। নবীজি সাধারণত সুতি পোশাক পছন্দ করতেন। তবে কখনো পশম ও রেশমের পোশাকও পরেছেন। বিশুদ্ধ সনদে বর্ণিত আয়েশা (রা.) একটি ইয়েমেনের তৈরি মোটা কাপড়ের লুঙ্গি ও মোটা চাদর বের করে বলেন, নবী (স.) এই দুটি কাপড় পরিহিত অবস্থায় ইন্তেকাল করেছেন। (সহিহ মুসলিম: ৫২৬৮)

নবীজির পোশাকের তালিকায় ছিল লুঙ্গি, চাদর, কোর্তা, জুব্বা ও কম্বল। সবুজ কাপড় নবীজির পছন্দের ছিল। অবশ্য নবীজির পরনে সাধারণত সাদা পোশাক থাকত। আবু রিমছা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (স.)-কে দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। (শামায়েলে তিরমিজি: ৫১) ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরও যেন সাদা কাপড় দিয়ে কাফন দেয়। কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (শামায়েলে তিরমিজি: ৫২)


বিজ্ঞাপন


আরও পড়ুন
নবীজির প্রিয় খাবার
নবীজির প্রিয় রঙ

চাদর: চাদর রাসুলুল্লাহ (স.)-এর একটি প্রিয় পোশাক ছিল। তিনি বেশির ভাগ সময় লুঙ্গি ও চাদর পরিধান করতেন, যা খুব শক্ত ও মোটা হতো। একাধিক বিশুদ্ধ বর্ণনা থেকে জানা যায়, নবীজি (স.) পাড়যুক্ত চাদর পরিধান করতেন এবং তা পছন্দ করতেন। তাঁর দুটি সবুজ (সবুজ রেখাবিশিষ্ট) চাদর ছিল। বিভিন্ন সময় তিনি সবুজাভ ইয়েমেনি চাদর পরতেন। আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, ‘একদা নবী (স.) উসামা ইবনে জায়েদ (রা.)-এর কাঁধে ভর করে বাইরে বের হলেন। এ সময় তাঁর দেহে পরা ছিল একটি ইয়ামেনি নকশি কাপড়। তারপর তিনি লোকদের নামাজের ইমামতি করেন।’ (শামায়েলে তিরমিজি: ৪৬)

কখনও কালো চাদরও পরিধান করেছেন তিনি। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) একদিন সকাল সকাল বের হলেন। তখন তাঁর গায়ে কালো পশমের একটি চাদর ছিল। (আবু দাউদ: ৪০৩২)

খিরকা: নবীজির পোশাকের বর্ণনায় খিরকা তথা পশমের কাপড়ের আলোচনা খুব পাওয়া যায়। সাহাবিরাও পশমের পোশাক পরিধান করতেন। আবু বুরদাহ (রহ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা বলেন, হে বৎস! তুমি যদি দেখতে, একদা আমরা রাসুলুল্লাহ (স.)-এর সঙ্গে বৃষ্টিতে ভিজে এমন হলাম যে, আমাদের শরীর থেকে ভেড়ার গন্ধ বের হচ্ছিল। ইমাম আবু দাউদ (রহ.) বলেন, অর্থাৎ পশমি পোশাক (এই কারণে) (আবু দাউদ: ৪০৩৩)


বিজ্ঞাপন


টুপি: নবীজির পোশাকের ব্যাপারে যত স্থানে টুপির আলোচনা হয়েছে সবখানেই এমন টুপির সন্ধান মেলে যা মাথার সঙ্গে চেপ্টা হয়ে লেগে থাকে। সাহাবায়ে কেরামদের থেকেও এ ধরনের টুপি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সাহাবাদের টুপি মাথার সঙ্গে চেপ্টা হয়ে লেগে থাকত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.)-এর তিন প্রকার টুপি ছিল। সাদা তুলার আস্তরণবিশিষ্ট টুপি, ডোরাদার ইয়ামানি চাদর দ্বারা নির্মিত টুপি এবং কান ঢাকা যায় এমন টুপি। এটি তিনি সফরকালে পরতেন এবং কখনো কখনো নামাজ আদায়ের সময় সেটি সামনে রেখে দিতেন। (আখলাকুন নবী: ২/২১১-৩১৫)

আরও পড়ুন
নবীজির প্রিয় ৩ সুগন্ধি
নবীজির প্রিয় ঋতু

পাগড়ি: নবীজি (স.) সর্বদা পাগড়ি ব্যবহার করতেন। উভয় কাঁধের মাঝ বরাবর পাগড়ির শামলা ঝুলিয়ে রাখতেন। অবশ্য কখনও ডানে আবার কখনও বামে ঝুলিয়ে রাখতেন কিংবা কখনও সামান্য নিচে পাগড়ি গুটিয়ে নিতেন। পাগড়ির নিচে নবীজি (স.) অবশ্যই টুপি পরতেন এবং বলতেন, আমাদের এবং মুশরিকদের মাঝে পার্থক্য হলো আমরা পাগড়ির নিচে টুপি ব্যবহার করি আর তারা পাগড়ির নিচে টুপি ব্যবহার করে না। (আবু দাউদ, কিতাবুল লিবাস)। হাদিস শরিফে আরও এসেছে, নবীজি (স.) বলেছেন, আল্লাহ তাআলা বদর ও হুনায়ন যুদ্ধে আমার সাহায্যের জন্য যে ফেরেশতা নাজিল করেছেন তারা সবাই পাগড়ি পরিহিত ছিলেন। নবীজি সাদা, কালো, হালকা হলুদ, হালকা লাল পাগড়ি পরেছেন। (তিরমিজি: ১৭৩৫; মুসতাদরাকে হাকেম: ৪/৫৮২, ৭৩৯৫; আবু দাউদ: ৪০৬৪, ১৪৭; নেহায়া লিইবনিল আসির: ৪/৮০)

লুঙ্গি: মহানবী (স.) এর সমস্ত কাপড় টাখনুর ওপরে থাকত। বিশেষকরে লুঙ্গি পায়ের গোড়ালির অর্ধেক পর্যন্ত থাকত। টাখনুর নিচে লুঙ্গি পরার শাস্তি সম্পর্কে তিনি বলতেন, مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ ‘টাখনুর নিচে কাপড়ের যেটুকু থাকবে তা জাহান্নামে যাবে। (সহিহ বুখারি: ৫৭৮৭)

পায়জামা: হাদিস শরিফে এসেছে, নবী (স.) মক্কার মিনা বাজারে পায়জামা বিক্রি হতে দেখে পছন্দ করেছেন এবং বলেছেন, এর মধ্যে লুঙ্গির চেয়ে বেশি আবৃতকরণ আছে। নবীজি (স.) থেকে পায়জামা কেনার কথাও প্রমাণিত। অবশ্য নবীজি কখনও পায়জামা ব্যবহার করেননি। (সিরাতে মুস্তফা: ৩/২৮১)

মোজা: নবীজি (স.) থেকে মোজা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। নবীজি (স.) মোজার ওপর মাসেহ করতেন। মুগিরাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (স.)-এর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। (অজু করার সময়) আমি তাঁর মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেন, ‘ওদুটো থাক, আমি পবিত্র অবস্থায় ওদুটো পরেছিলাম’। (এই বলে) তিনি তার উপর মাসেহ করলেন। (সহিহ বুখারি: ২০৬) আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সকলক্ষেত্রে নবীজির সুন্নত মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর