মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রচণ্ড শীতে মুখ ঢেকে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

প্রচণ্ড শীতে মুখ ঢেকে নামাজ পড়া যাবে?

শীতের আমেজ শুরু হয়েছে। দেশের অনেক জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে শেষ রাতে কুয়াশা পড়া শুরু হয়েছে। সামনে ভালোমতোই শীত নামার সম্ভাবনা রয়েছে। শীতের মৌসুমে সাধারণত ফজরের নামাজের সময় ঘর থেকে কাপড় দিয়ে নাক-মুখ পেঁচিয়ে বের হন মুসল্লিরা। এরকম নাক-মুখ পেঁচানো অবস্থায় নামাজ পড়া যাবে কি না জানতে চান অনেকে।

এর উত্তরে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো— নামাজে মুখ ঢেকে রাখা মাকরুহ। কেননা রাসুলুল্লাহ (স.) স্বাভাবিক অবস্থায় এভাবে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (স.) নামাজরত অবস্থায় মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ: ৯৬৬)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নামাজে কাতার সোজা রাখার গুরুত্ব ও ফজিলত

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) সালাতের সময় কাপড় ওপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। (আবু দাউদ: ৬৪৩)

তাই নামাজ অবস্থায় বিনা ওজরে রুমাল বা চাদর ইত্যাদি দিয়ে মুখ ঢেকে রাখবে না। (রাদ্দুল মুহতার: ১/৬৫২)

আরও পড়ুন: নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয়


বিজ্ঞাপন


তবে, অসুস্থতা ও অপারগতার বিষয়টা ভিন্ন। ইসলাম মানুষের ওপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয় না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ কারো ওপর সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা: ২৮৬)

কোরআনের এই আয়াতের আলোকে শরয়ি ওজর থাকলে নাক-মুখ ঢাকা জায়েজ। যেমন- করোনাকালীন সময়ে অসুস্থ হওয়ার ঝুঁকিতে মানুষকে বাধ্য হয়ে মুখে মাস্ক পরে নামাজ আদায় করতে হয়েছিল। তখন তা শরয়ি অপারগতায় পরিণত হয়েছিল।

অতএব, বিপদের মুহূর্তে, রোগাক্রান্ত হওয়ার আশংকা কিংবা অসুস্থ ব্যক্তিদের রোগ বেড়ে যাওয়ার আশংকা থাকলে মুখে কাপড় দিয়ে নামাজ আদায় করার ক্ষেত্রে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। (রাদ্দুল মুহতার: ১/৬৫২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর