দোয়া একটি মর্যাদাপূর্ণ ইবাদত। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯)। ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে। রাসুল (স.) বলেছেন, ‘তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে—তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া।’ (তাবরানি আউসাত: ১৫১৯)
পবিত্র কোরআন ও হাদিসে মানুষের জীবনঘনিষ্ঠ অনেক দোয়ার উল্লেখ রয়েছে। এর মধ্যে আদর্শ পরিবার গঠনে কোরআনে বর্ণিত ২টি দোয়া এখানে তুলে ধরা হলো।
বিজ্ঞাপন
১. رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَتِنَا أُمَّةً مُّسْلِمَةَ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْم উচ্চারণ: ‘রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন জুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল্লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম।’ অর্থ: ‘হে আমাদের রব। আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি উত্থিত করুন। আর আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয় আপনিই বেশি তাওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা বাকারা: ১২৮)
আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া
২. رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: ‘রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়্যাতিনা কুররাতান আ’ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে করুন মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য।’ (সুরা ফুরকান: ৭৪)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনে বর্ণিত উল্লেখিত দোয়া দুটি নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।

