সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজিকে যেভাবে দুনিয়া থেকে সরাতে চেয়েছিল ইহুদি নারী

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

নবীজিকে যেভাবে হত্যাচেষ্টা করেছিল ইহুদি নারী

মহানবী (স.)-কে বিভিন্ন সময় হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছে শত্রুরা। এর একটি হলো- খাবারে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার ঘটনা। এই হীন চক্রান্ত করেছিল একজন ইহুদি মহিলা, তার নাম জয়নব। সে ছিল ইহুদি সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী। তারা খায়বরে বসবাস করত। সে সময় মহানবী (স.) খায়বরে অবস্থান করছিলেন।

জয়নব তার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য মহানবী (স.)-কে নিমন্ত্রণ করে। মহানবী (স.) কী খেতে পছন্দ করেন সে তা-ও জেনে নেয়। যথাসময়ে মহানবী (স.)-এর প্রিয় খাবারই মজলিসে পরিবেশন করা হয়। মহানবী (স.) ও সাহাবিরা খাবার গ্রহণ করেন। মহানবী (স.) খাবার মুখে দেওয়া মাত্র জেনে যান যে তাতে বিষ মেশানো হয়েছে। ওই গোশতই নবীজিকে বিষের কথা বলে দিয়েছিল। এরপর মুখে দেওয়া গোশতের চিবানো অংশটি ফেলে দেন এবং বলেন- إنَّ هَذَا الْعَظْمَ لَيُخْبِرُنِي أَنَّهُ مَسْمُومٌ ‘এই হাড্ডি আমাকে বলছে যে, সে বিষমিশ্রিত’। 


বিজ্ঞাপন


রাসুলুল্লাহ (স.) তৎক্ষণাৎ সাহাবিদের খাবার খেতে নিষেধ করেন। কিন্তু ইতোমধ্যে বিশর বিন বারা (রা.) মহানবী (স.)-এর সতর্কবাণীর আগেই কিছু খাবার খেয়ে ফেলেছেন! কিছুক্ষণের মধ্যে তার দেহে বিষক্রিয়া শুরু হয়। খাবারে মিশ্রিত বিষ ছিল খুবই তীব্র। ফলে অল্পক্ষণের মধ্যে বিশর (রা.) শাহাদাত বরণ করেন। 

ঘটনাটি ইহুদিদের পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। ওইদিন সব ইহুদিকে একত্র করে নবীজি কিছু প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন ছিল-তাদের বাবার নাম কী? তারা মিথ্যা উত্তর দিয়েছিল, কিন্তু নবীজি তাদের বাবার সঠিক নাম বলে দিয়েছিলেন। আরেকটি প্রশ্ন ছিল- তারা খাবারে বিষ মিশিয়েছিল কি না? এবার তারা স্বীকার করল এবং বলল-  أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيْحُ وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ ‘আমরা চেয়েছি আপনি যদি মিথ্যাবাদী হন, তবে আমরা আপনার নিকট হতে স্বস্তি লাভ করব। আর আপনি যদি নবী হন তবে তা আপনার কোন ক্ষতি করবে না।’

আরও পড়ুন: বিভিন্ন সময় নবীজিকে হত্যাচেষ্টা, আল্লাহ যেভাবে রক্ষা করেছেন

রাসুলুল্লাহ (স.) ওই মহিলাকে ডেকে জিজ্ঞেস করলে সে কৈফিয়ত দিয়ে বলল, আমার উদ্দেশ্য এই ছিল যে- إنْ كَانَ مَلِكًا اسْتَرَحْتُ مِنْهُ، وَإِنْ كَانَ نَبِيًّا فَسَيُخْبَرُ ‘যদি এই ব্যক্তি বাদশাহ হন, তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি পাব। আর যদি নবী হন, তাহলে তাঁকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে’। 


বিজ্ঞাপন


অন্য বর্ণনায় এসেছে, ওই নারী নবীজিকে বলেছিল- أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ ‘আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন, তাহলে আমরা নিষ্কৃতি পাব। আর যদি আপনি নবী হন, তাহলে এ বিষ আপনার কোনো ক্ষতি করবে না।’ আল্লাহ তাআলা নবীজিকে (স.) রক্ষা করেন। কিন্তু সাহাবি বিশর বিন বারা বিন মারুর এক টুকরো চিবিয়ে খেয়ে ফেলেছিলেন। বিষক্রিয়ায় তিনি মারা যান।

প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে নবীজির ইন্তেকালের সম্পর্ক নেই। বিষমাখানো খাবারের এই ঘটনাটি ঘটেছিল খায়বর যুদ্ধের সময় ৬ষষ্ঠ হিজরিতে। আর রাসুলুল্লাহ (স.) ইন্তেকাল করেন ১০ম হিজরিতে।

(সূত্র: বুখারি: ৩১৬৯; আহমদ: ৩৫৪৭, ২৭৮৫; ইবনে হিশাম: ২/৩৩৭; ফিকহুস সিরাহ: ৩৪৭ পৃ.; হাকেম: ৪৯৬৭)

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর