সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোরআন থেকে উপকার লাভের দোয়া

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

কোরআন থেকে উপকার লাভের দোয়া

আল্লাহ তাআলার পবিত্র কালামের গ্রন্থ আল-কোরআনুল কারিম। এটি এমন কিতাব- যার একেকটি অক্ষর পাঠ করলে দশ-দশটি নেকি পাওয়া যায়। (তিরমিজি: ২৯১০) কোরআনের ধারক বাহকরা আল্লাহ তাআলার পরিজন ও বিশেষ বান্দা। (ইবনে মাজাহ: ২১৫)

কোরআন তেলাওয়াতের বিশেষ ফজিলত হলো-পরকালে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। এ বিষয়ে আবু উমামা আল বাহিলি (রা.) এর সূত্রে বর্ণিত, নবীজি (স.) বলেন, ‘ তোমরা কোরআন পড়ো, কেননা তেলাওয়াতকারীদের জন্য কোরআন সুপারিশকারী হিসেবে আসবে।’ (সহিহ মুসলিম: ৮০৪) 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিনয়ের সঙ্গে কোরআন তেলাওয়াত শোনার ফজিলত

সহিহ ইবনে হিব্বানে এসেছে, ‘কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। যে ব্যক্তি কোরআনকে পথপ্রদর্শক বানাবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি কোরআনকে পশ্চাতে ফেলে রাখবে কোরআন তাকে জাহান্নামে পাঠাবে।’ (ইবনে হিব্বান: ১২৪)

কোরআনের প্রতি আগ্রহ বাড়ানো এবং কোরআন থেকে উপকার লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। দোয়াটি হলো- اللَّهُمَّ اجْعَلِ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ صَدْرِيْ وَجِلاَءَ حُزْنِيْ وَذَهَابَ هَمِّيْ উচ্চারণ: ‘আল্লাহুম্মাঝআলিল কুরআনা রাবীআ ক্বালবী ওয়ানূ-রা সাদরী ওয়াজিলাআ হুজনী ওয়াজাহা-বা হাম্মী’ অর্থ: ‘হে আল্লাহ! কোরআনকে তুমি আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও, বানিয়ে দাও আমার বুকের নূর এবং কোরআনকে আমার দুঃখ ও দুঃশ্চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দাও।’ (মুসনাদে আহমদ: ৩৭০৪)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রতি আগ্রহ বাড়ানোর এবং পবিত্র কোরআন থেকে উপকার লাভের জন্য হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর