শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

অনেক আজান শুনলে কোনটার জবাব দেবেন? 

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

অনেক আজান শুনলে কোনটার জবাব দেবেন? 

আজানের জবাব দেওয়া মোস্তাহাব আমল। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি: ৬১১)

আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো- মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। কিন্তু মুয়াজ্জিন ‘হাইয়্যা আলাস সালাহ’ ও ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলার সময় শ্রোতা ‘লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। (সহিহ মুসলিম: ৩৮৫)


বিজ্ঞাপন


যেকোনো মসজিদের আজানের জবাব দিলেই মোস্তাহাব আদায় হয়ে যায়। প্রত্যেক মসজিদের আজানের জবাব দিতে হবে না। 

আরও পড়ুন: দরুদ ও সালামের অবিশ্বাস্য ফজিলত

প্রশ্ন হলো- একইসঙ্গে একাধিক মসজিদের আজান শোনা গেলে কোনটার জবাব দিতে হবে? এর উত্তর হলো- একাধিক মসজিদের আজান একসঙ্গে শোনা গেলে নিজ এলাকার মসজিদের আজানের জবাব দেবেন। আর একসঙ্গে না হয়ে পরপর হলে প্রথম আজানের জবাব দেওয়া উত্তম।

উল্লেখ্য, আজানের সময় ইস্তিঞ্জার প্রয়োজন হলে আজানের জবাব দেওয়ার জন্য ইস্তিঞ্জায় যেতে বিলম্ব করার প্রয়োজন নেই।


বিজ্ঞাপন


(সূত্র: বুখারি: ৬১১; মুসলিম: ৩৮৫; আদ্দুররুল মুখতার: ১/৩৯৬; ফাতহুল কাদির: ১/২৫৩; শরহুল মুনইয়া পৃ-৩৭৯; হাশিয়া তহতাবি আলালমারাবি, পৃ-১১০; আল-বাহরুর রায়েক: ১/২৫৯; আন-নাহরুল ফায়েক: ১/১৭৫; হাশিয়াতুত তাহতাভি আলাদ্দুর: ১/১৮৮)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর