সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আছর নামাজ পড়ার সময় মাগরিবের আজান দিলে নামাজ হবে?

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

আছর নামাজ পড়ার সময় মাগরিবের আজান দিলে নামাজ হবে?

জোহরের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আছর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আছরের ওয়াক্ত থাকে। (আল বাহরুর রায়েক: ১/৪২৫)

সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত (১৫ মিনিট) মাকরুহ-সময়। (বুখারি: ৫৫১)


বিজ্ঞাপন


তবে কেউ যদি ওই দিনের আছরের নামাজ সঠিক সময়ে পড়তে না পারে তাহলে সূর্যাস্তের আগে হলেও তা পড়ে নিতে হবে। কাজা করা যাবে না। কারণ রাসুল (স.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আছরের সালাতের এক রাকাত পেল সে আছরের নামাজ পেল। (নাসায়ি: ৫১৮)

আরও পড়ুন: তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে করণীয়

উল্লেখিত হাদিসের আলোকে আছর নামাজ অবস্থায় মাগরিবের আজান দিলে আছরের নামাজের কোনো ক্ষতি হবে না। বরং ওই নামাজ শুদ্ধ হবে। তবে, নামাজ আদায় হয়ে গেলেও যেহেতু ওই সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই তথা মোস্তাহাব ওয়াক্ত থাকতেই আছর নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে।

(কিতাবুল আছল: ১/১৩০; আলমাবসুত, সারাখসি: ১/১৫২; মুখতারাতুন নাওয়াজিল: ১/২৪৬,২৪৮; আলজাওহারাতুন নাইয়িরা: ১/৮৯; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর: ১/৩০৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর