সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিরামান কাতিবিন কি আমাদের কাঁধেই বসে আছেন, কী লিখছেন তাঁরা?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

কিরামান কাতিবিন কি আমাদের কাঁধেই বসে আছেন, কী লিখছেন তাঁরা?

প্রত্যেক মানুষের পাপ-পুণ্য লেখার জন্য দুজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন তথা সম্মানিত লেখকবৃন্দ। ‘কিরামান কাতিবিন’ আরবি পরিভাষা। এই শব্দদ্বয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সুরা ইনফিতারের ১১ নম্বর আয়াতে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। কিরামান অর্থ সম্মানিত আর কাতিবিন অর্থ লেখকবৃন্দ। এর মাধ্যমে মানুষের আমলনামা লেখার দায়িত্বে নিয়োজিত দুই ফেরেশতাকে বোঝানো হয়।

কেউ কেউ মনে করেন, তাদের একজনের নাম ‘কিরামান’ আরেকজনের নাম ‘কাতিবিন’—এই ধারনা সঠিক নয়। 
 
আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করুন! দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।’ (সুরা কাফ: ১৭) হাদিসে এসেছে, যে ফেরেশতা ডানে অবস্থান করেন তিনি মানুষের সওয়াব লিখেন। আর যিনি বামে অবস্থান করেন তিনি পাপ লিখেন। এর অর্থ ফেরেশতা মানুষের সাথে সর্বদা অবস্থান করেন। (সহিহাহ: ১২০৯)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেরেশতাদের আমল

তাদের লেখায় কোনোকিছুই বাদ যায় না। আল্লাহ তাআলা বলেন, তারা (বান্দারা) কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। (সুরা জুখরুফ: ৮০) আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল-চাতুরী। (সুরা ইউনুস: ২১)

দুনিয়ায় যারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখেনি, জান্নাত-জাহান্নাম বিশ্বাস করেনি, তারা কেয়ামতের দিন আমলনামায় জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেখে হতবাক হয়ে যাবে। মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে— ‘আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে- হায় আফসোস, এ কেমন আমলনামা! এ যে ছোট-বড় কোনো কিছুই বাদ দেয়নি। সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না।’ (সুরা কাহাফ: ৪৯)

আরও পড়ুন: ডানার সাহায্যে ফেরেশতারা যেসব কাজ করেন 


বিজ্ঞাপন


সেদিন নেককাররা আনন্দে আত্মহারা হবেন এবং অন্যদের ডেকে ডেকে নিজের আমলনামা দেখাবেন। বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে—‘যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, সে বলবে, হে লোকজন! এই যে আমার আমলনামা তোমরা পড়ে দেখো; আমি আগেই বিশ্বাস করেছিলাম যে, আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে!’ (সুরা হাক্কাহ: ১৯-২০)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর