রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার হারাম উপার্জনের টাকা গ্রহণ করা কি জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

বাবার হারাম উপার্জনের টাকা গ্রহণ করা কি জায়েজ?

হারাম অর্থ ভোগ করার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে হাদিসে। আবু বকর (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন— لَا يَدْخُلُ الجَنَّةَ جَسَدٌ غُذِّيَ بِحَرَامٍ অর্থ: ‘যে শরীরকে হারাম খাওয়ানো হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না।’ (মুসনাদে আবু ইয়ালা: ৭৮)

কাব ইবনে উজরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স.) বলেছেন— لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ وَدَمٌ نَبَتَا عَلَى سُحْتٍ، النَّارُ أَوْلَى بِهِ অর্থ: ‘হারাম অর্থ থেকে উৎপন্ন রক্ত-মাংস জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামই তার জন্য উপযুক্ত।’ (সহিহ ইবনে হিব্বান: ৫৫৭৬)


বিজ্ঞাপন


তাই নিজের উপার্জন থাকলে বাবার হারাম উপার্জনের টাকা গ্রহণ করবে না। বরং হারাম থেকে সরে আসার জন্য বাবাকে ভদ্রতার সঙ্গে বোঝাতে হবে। কেননা আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন, ‘তোমরা যারা ঈমান এনেছ, শোনো, আমি তোমাদের যেসব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা থেকে খাও।’ (সুরা বাকারা: ১৭২)

আরও ইরশাদ হয়েছে, ‘সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো; পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। (সুরা মায়েদা: ২)

তবে, যদি আপনার উপার্জনের সুযোগ না থাকে এবং আপনি আপনার পিতার উপর নির্ভরশীল হন তাহলে উপার্জনে সক্ষম হওয়ার আগ পর্যন্ত প্রয়োজন পরিমাণ খরচ আপনার পিতা থেকে নিতে পারবেন। (ফতোয়া খানিয়া: ৩/৪০২; রদ্দুল মুহতার: ৬/১৯১)

আর হারাম সম্পদ রেখে বাবার মৃত্যু হলে সেই সম্পদ গ্রহণ করা যাবে না। ফতোয়ার কিতাবে এসেছে, ‘হারাম সম্পদে মিরাস জারি হয় না। সুতরাং তাতে ওয়ারিশদের কোনো প্রাপ্য নেই; তা ওয়ারিশদের মাঝে বণ্টন হবে না। বরং এসব টাকা সদকা করে দিতে হবে।’


বিজ্ঞাপন


(আলমুহিতুল বুরহানি: ৮/৬৩; আদ্দুররুল মুখতার: ৬/৩৮৬; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১৮/১৫৭; রদ্দুল মুহতার: ৫/৯৯)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হারাম উপার্জনের ব্যাপারে সচেতনতা দান করুন। ইসলামি শরিয়তের সকল বিধি-নিষেধ মেনে চলার তাওফিক দান করু। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর