শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশুরার যে আমলে সারাবছর রিজিক প্রশস্ত থাকে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

আশুরার যে আমলে সারাবছর রিজিক প্রশস্ত থাকে

মহররমের ১০ তারিখকে আরবিতে আশুরা বলা হয়। রাসুলুল্লাহ (স.)-এর নবুয়তের আগে মক্কার কুরাইশদের কাছে দিনটির বিশেষ মর্যাদা ছিল। তারা আশুরার দিনে কাবাঘরে নতুন চাদর পরাত এবং রোজা রাখত। হজরত ইবরাহিম (আ.)-এর আদর্শে তারা যা করত, তাতে রাসুলুল্লাহ (স.)-এরও সম্মতি ছিল। তিনি কুরাইশদের সঙ্গে হজে অংশগ্রহণ করতেন এবং আশুরার রোজা রাখতেন, কিন্তু অন্যদের তখনও এর নির্দেশ দেননি। (বুখারি: ১৮৯৩)

আশুরার রোজার ফজিলত সম্পর্কে এক হাদিসে নবীজি (স.) ইরশাদ করেছেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ মুসলিম: ১/৩৬৭; জামে তিরমিজি: ১/১৫৮)


বিজ্ঞাপন


আশুরার দিনের আরেকটি মর্যাদাপূর্ণ আমল হচ্ছে, এই দিনে পরিবারের সদস্যদের ভরণপোষণে উদারতা দেখানো তথা যতটুকু সম্ভব ভালো খাবার-দাবারের ব্যবস্থা করা। হাদিসে দেখা যায়, এই উদারতার বরকতে আল্লাহ তাআলা সারাবছর জীবিকার দ্বার খুলে দেবেন। 

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার-পরিজনের খাবার ও পানীয়ের ক্ষেত্রে উদারতা এবং প্রশস্ততা করবে, আল্লাহ তাআলা পুরো বছর তার রিজিকে প্রশস্ততা দান করবেন। (আত-তারগিব ওয়াত তারহিব: ২/১১৫)

আরও পড়ুন: আশুরার দিনে সুন্নাহসমর্থিত তিন আমল

আল্লামা ইবনে ওয়াইনাহ (রহ.) বলেন, আমি ৫০ বা ৬০ বছর যাবত এর পরীক্ষা করে দেখেছি, কল্যাণ ছাড়া কিছু পাইনি। (কাশফুল কানায়া: ২/৩৯৩)


বিজ্ঞাপন


ইয়াহইয়া ইবনে সাঈদ (রহ.) বলেন, আমি এটি পরীক্ষা করে সঠিক পেয়েছি। (আল ইস্তেজকার: ১০/১৪০)

তাই আমরাও চেষ্টা করব- সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের আয়োজন করার। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর