আত্মহত্যা নিঃসন্দেহে জঘন্যতম অপরাধ। ইসলামি শরিয়তে আত্মহত্যা করা হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন- وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ‘..আর (হে মুমিনগণ!) তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’ (সুরা নিসা: ২৯)
হাদিস শরিফে আত্মহত্যাকারীর কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পুড়বে এবং চিরদিন সে জাহান্নামে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামে তা পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে। (সহিহ বুখারি: ৫৪৪২; নাসায়ি: ১৯৬৪) আত্মহত্যার শাস্তি, আত্মহত্যা গুনাহ
বিজ্ঞাপন
এ হাদিসের বর্ণনা থেকে বুঝা যাচ্ছে- আত্মহত্যাকারী যে পদ্ধতিতে আত্মহত্যা করেছে, উক্ত পদ্ধতিতে সে জাহান্নামে চিরকাল শাস্তি পেতে থাকবে। কিন্তু আলেমদের মতে, এখানে চিরস্থায়ী অর্থ নিলে হবে না, বরং অর্থ নিতে হবে দীর্ঘস্থায়ী। অর্থাৎ আত্মহত্যাকারী দীর্ঘস্থায়ী জাহান্নামের আগুনে শাস্তি পাবে। কেননা আত্মহত্যাকারী ব্যক্তি যদি ঈমানদার হয়, আর ঈমানের সাথেই যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না। এ বিষয়ে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি এই বিশ্বাসসহ মারা যায় যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসনাদে আহমদ: ৪৬৪; মুসলিম: ২৬, সহিহ ইবনে হিব্বান: ২০১) আত্মহত্যাকারী জাহান্নামে যাবে, আত্মহত্যা করলে জাহান্নামের আগুনে কতদিন
আত্মহত্যাকারীর শাস্তি বিষয়ে হাদিসের উদ্দেশ্যও চিরস্থায়ী নয়, বরং দীর্ঘস্থায়ী। আরবের পরিভাষায় خالدا مخلدا শব্দ, যার অনুবাদ ‘চিরকাল’ হলেও এর দ্বারা আরবের লোকেরা কখনও দীর্ঘস্থায়ী অবস্থাকেও বুঝিয়ে থাকেন। (দ্রষ্টব্য শরহু সহিহিল বুখারি লিইবনে বাত্তাল, উমদাতুল কারি) ইসলামে আত্মহত্যা
এক কথায় আত্মহত্যা করা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়ে যায়। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তি যেহেতু সাধারণত তওবার সুযোগ পায় না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে নিজ রহমতে মাফ করে দিতে পারেন।
বস্তুত, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, অন্য গুনাহ ক্ষমা করেন। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে, সে চরমভাবে গোমরাহিতে পতিত হলো।’ (সুরা নিসা: ১১৬) ইসলামে আত্মহত্যার শাস্তি, আত্মহত্যার কঠিন শাস্তি, আত্মহত্যা কেমন গোনাহ
বিজ্ঞাপন
আর ‘যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে এবং তার অন্তরে একটি যব পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে এবং তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে।’ (সহিহ বুখারি: ৪৪; সহিহ মুসলিম: ১২৫; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৩০৩৮৫; ইবনে মাজাহ: ১৪৪৩; মুসনাদে আহমদ: ১২১৫৩; সুনানে নাসায়ি কুবরা: ১১২৪৩)