রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

নিরুপায় হলে অপবিত্র কাপড়ে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

নিরুপায় হলে অপবিত্র কাপড়ে নামাজ পড়া যাবে?

ঈমানের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামি শরিয়তের বিধান হলো- সময়মতো নামাজ পড়তেই হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘...নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যকর্তব্য।’ (সুরা নিসা: ১০৩) নাপাক কাপড় শুকিয়ে গেলে

কিন্তু মানুষ এমন অবস্থার সম্মুখীন হতে পারে যে, নাপাক কাপড় ছাড়া অন্যকোনো কাপড় কাছে নেই। আবার নামাজ শুদ্ধ হওয়ার জন্য পোশাক পবিত্র হওয়া জরুরি। এই অবস্থায় নামাজ পড়তে হবে? নাকি কাজা করতে হবে? এর উত্তরে ফতোয়ার কিতাবে বলা হয়েছে-


বিজ্ঞাপন


যে কাপড়ে নাপাকি লেগেছে যদি ওই কাপড়ের চতুর্থাংশ বা তার বেশি অংশ পবিত্র হয় এবং আপনার কাছে কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে এবং ওই কাপড় ছাড়া সঙ্গে অন্য কোনো কাপড়ও না থাকে এবং ব্যবস্থা করাও সম্ভব না হয়। অন্যদিকে নামাজের সময়ও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এমতাবস্থায় ওই কাপড় দিয়ে ওয়াক্তের ভেতর নামাজ আদায় করে নেবে। পরে পুনরায় নামাজ পড়ার প্রয়োজন হবে না। (তাবয়িনুল হাকায়েক: ১/৯৭, এমদাদুল ফতোয়া: ১/৯৮, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৩/৮৭) নামাজে কাপড় পবিত্র, নামাজে পোশাক পবিত্র

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের ব্যাপারে অধিক সচেতন হওয়ার তাওফিক দান করুন। নামাজের মাসায়েল জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন। কি কি কারণে কাপড় নাপাক হয়, স্বপ্নদোষ হলে বিছানা-কাপড় কি নাপাক হবে, নাপাক কাপড়ে নামাজ, নাপাক কাপড় ধোয়ার নিয়ম, কাপড়ে বীর্য লাগলে নামাজ হবে কি, নাপাক কাপড়ের সাথে পাক কাপড়, নাপাক কাপড় পড়লে কি শরীর নাপাক হয়

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর