মৃত ব্যক্তি মূলত আল্লাহ পথের যাত্রী। তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাফন-কাফন সম্পন্ন করা জীবিতদের দায়িত্ব। এতে অনেক সওয়াব রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে- যে ব্যক্তি কোনো মৃতকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগিয়ে দেয়, খাটিয়া বহন করে নিয়ে যায়, জানাজা পড়ে এবং তার কোনো দোষ জানলে তা গোপন রাখে- সে ওই দিনের মতো পাপ থেকে মুক্ত হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছে। (ইবনে মাজাহ: ১৪৬২)
তবে মৃত ব্যক্তির নখ, চুল, নাভির নিচের পশম ইত্যাদি বড় থাকলেও তা কাটা যাবে না। বরং ওই অবস্থায়ই তাকে দাফন করে দেবে। এমনকি মৃতের শরীরে কোনো ধরনের সাজসজ্জা বা চুলে সিঁথি করতেও নিষেধ করা হয়েছে। মৃত ব্যক্তির চুল-নখ কাটা যাবে? নাভির নিচের চুল কাটার বিধান
বিজ্ঞাপন
প্রখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, উম্মুল মুমিনিন আয়েশা (রা.) এক মৃতের চুল আঁচড়ে দিতে দেখে বললেন, তোমরা মৃতের চুল কেন আঁচড়াচ্ছ? (কিতাবুল আসার: ১/২৪২)। ইবনে সিরিন (রহ.) থেকে বর্ণিত, তিনি মৃতের নাভির নিচের পশম এবং নখ কাটা অপছন্দ করতেন এবং বলতেন, অসুস্থ ব্যক্তির পরিবারের কর্তব্য হলো- মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায়ই তা পরিষ্কার করে ফেলা। (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৭/১৩৯; আলবাহরুর রায়েক: ২/১৭৩; আদ্দুররুল মুখতার: ২/১৯৮; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫৮) মৃত ব্যক্তি নখ-চুল, মৃত ব্যক্তি চুল-নখ

হেদায়া কিতাবে মাসয়ালাটি এভাবেই রয়েছে—মৃতের গোঁফ কাটবে না, তার বগলের নিচে পশম উঠাবে না, তার নাভীর নিচের লোম কেটে দেবে না। বরং এসব জিনিসসহ তাকে দাফন করবে। (আরও দেখুন: আদ্দুররুল মুখতার: ২/১৯৮, শামি: ২/১৯৮, ফাতহুল কাদির: ২/৭৫, তাবয়িনুল হাকায়েক: ১/৫৬৭, শরহুল মুনিয়্যাহ: ৬৭৯) মৃত ব্যক্তির চুল-নখ কাটার বিধান
অতএব মৃত ব্যক্তির চুল, পশম, নখ কোনোকিছুই কাটা যাবে না এবং ওই অবস্থায় তাকে দাফন করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতের দাফন-কাফনসহ দ্বীনের সকল বিধি-বিধান শরিয়তসম্মত নিয়মে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন। মৃত ব্যক্তির চুল নখ কাটা যাবে?

