বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান

মো. মুন্না মিয়া, লন্ডন (যুক্তরাজ্য)
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান

যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে আগামীর নেতৃত্ব বেছে নিয়েছেন সংগঠনের সদস্যরা। আগামী দুবছরের জন্য ক্লাবের সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হুসাইন ও ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এসময় বিলেতে সাংবাদিকতায় অবদান রাখায় বিভিন্ন গণমাধ্যমেকর্মীদের মধ্যে অবদান সরূপ সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।


বিজ্ঞাপন


সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের। সেক্রেটারি তাহসির মাহমুদের সঞ্চালনায় ব্রিটিশ এমপি আফসান বেগম সহ রাজনৈতিক, পেশাজীবি ও বিপুলসংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এবারের নির্বাচনে ১৫টি পদের জন্য দুটি প্যানেলের ৩০ প্রার্থীর পাশাপাশি এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট শাহেদ, সেক্রেটারি বাছির

সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই করে বর্তমান সহসভাপতি সায়েম চৌধুরীকে পরাজিত করেছেন  তারেক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদকে হারিয়ে বাজিমাত করেছেন আকরামুল হোসেন আকরাম। বিপুল ভোটে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হান্নান।


বিজ্ঞাপন


এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সেক্রেটারি তাইসির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সহকারী ট্রেজারার পদে মো. এখলাছুর রহমান পাক্কু, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন, নির্বাহী সদস্য পদে সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী, এনাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। তাঁকে নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর