ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো যুক্তরাজ্যে সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার আব্দুল বাছির। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন মির্জা আবুল কাসেম।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক এজিএম ও নির্বাচন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সংগঠনের বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক, অধ্যাপক সাজিদুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় ২০২৫ সনের এজিএম সম্পন্ন হয়। এসময় সেক্রেটারির বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্পাদক মিজানুর রহমান মীরু এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি বর্তমান ট্রেজারার আজিজুল আম্বিয়া।
বার্ষিক রিপোর্ট প্রকাশের পর সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করলে প্রতিত্তোর দেন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ।
সন্ধ্যায় ইউকেবিআরইউ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বে নিয়োজিত নির্বাচন কমিশনারদের নেতৃত্বে সংগঠনের ৬০ ভোটারদের ভোটে আগামীর নেতৃত্ব বাঁচাইয়ের জন্য ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস’র সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন।
নির্বাচন পরিচালনায় ‘নির্বাচন কমিশনার’ হিসেবে আরও দায়িত্ব পালন করেন বিলেতের প্রবীণ সাংবাদিক মোসলেহ উদ্দিন ও লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার ও কাউন্সিলর খালিস উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির। তিনি পেয়েছেন ৪২ ভোট। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল আম্বিয়া পেয়েছেন ১৮ ভোট।
সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছেন এস কে এম আশরাফুল হুদা। বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং এ রিপোর্টার পেয়েছেন ৪৯।
আরেক সহসভাপতি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও ভাটির কণ্ঠের সম্পাদক ও সুনামগঞ্জ বার্তার রিপোর্টার ইমদাদুন খানমের কাছে পরাজিত হয়েছেন বর্তমান সহসভাপতি বিশ্বাংলা নিউজে২৪ এর চেয়ার সাহেদা রহমান। ইমদাদুন খানমের প্রাপ্ত ভোট ৩০ আর সাহেদা রহমানের প্রাপ্ত ভোট ২৬।
এসিসটেন্ট সেক্রেটারী পদে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এনআরবি ইউকে চ্যানেলের এডিটর ও হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক এ রহমান অলি। এ পদে আরেক বিজয়ী হলেন রেড টাইমস এর আসমা মতিন। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন রোমান আহমদ। তিনি পেয়েছেন ১১ ভোট।
আরও পড়ুন
আস-সুন্নাহর উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা
প্যারিসে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ভিউ এর রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি, তার প্রাপ্ত ভোট ৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লন্ডন বাংলা পোস্টের সম্পাদক ও ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের রিপোর্টার মিসবাউল হক পেয়েছেন ২৪ ভোট।
এছাড়া ট্রেজারার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম। এসিসটেন্ট ট্রেজারা পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক শাহিন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে সুহেল আহমদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ পদে বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার নির্বাচিত হয়েছেন।
ইসি মেম্বার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাবেক সভাপতি সত্যবাণীর কন্টিবিউটিং এডিটর ডক্টর আনসার আহমদ উল্লাহ, বর্তমান সভাপতি জে টাইমস টিভির অধ্যাপক মো. সাজিদুর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।
নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, ‘প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, সাংবাদিকদের ঐক্য, অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের নিয়ে সকলের প্রচেষ্ঠায়, বস্তুনিষ্ঠ সংবাদপ্রেরণের লক্ষ্যে গ্রেটব্রিটেনে সুন্দর, শান্তিময় সমাজ বিনির্মাণে সাধ্যমত অগ্রণী ভূমিকা পালন করবো।’
প্রসঙ্গত, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ খ্রিস্টাব্দের ইসি কমিটির এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেবি

