শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা  
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার বিষয়ে দেশটিতে গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে মর্মে বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর বিষয়ে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। 

এতে বলা হয়েছে, সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগর সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের প্রচারণায় বিভ্রান্ত না হওয়া এবং এদের সঙ্গে সবধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাবাহ প্রদেশে গমনেচ্ছু কর্মীদেরকে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক


বিজ্ঞাপন


সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি প্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । 

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর