কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় সংক্রান্ত গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ইনভেন্টক্স ২০২৫-এ গোল্ড মেডেল (স্বর্ণপদক) অর্জন করেছেন ইঞ্জিনিয়ার শেখ হাসানুল বান্নাহ।
মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি (এমএমইউ) আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষক, শিক্ষার্থী ও বিজ্ঞানীদের প্রকল্পকে পেছনে ফেলে তার গবেষণা অর্জন করেছে সম্মানজনক ‘BEST OF THE BEST’ মনোনয়ন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এটি তার টানা দ্বিতীয় বছর একই গবেষণার জন্য স্বর্ণপদক প্রাপ্তি। এর আগে ইনভেন্টক্স-২০২৫-এও একই বিষয়ে তিনি গোল্ড মেডেল লাভ করেন।
হাসানুল বান্নাহ বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে যদি আমরা দ্রুত, নির্ভুলভাবে এবং বিনা খরচে ক্যান্সার শনাক্ত করতে পারি, তাহলে চিকিৎসা আরও আগেই শুরু করা সম্ভব হবে। এটাই আমার গবেষণার মূল উদ্দেশ্য।
এই গবেষণায় ব্যবহৃত হয়েছে হাসানুল বান্নাহর নিজস্ব উদ্ভাবিত হাইব্রিড ডিপ লার্নিং মডেল, যা মাত্র কয়েক সেকেন্ডে ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত টিস্যু ইমেজ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সারের উপস্থিতি ও তার স্তর নির্ধারণ করতে সক্ষম।
এই প্রযুক্তি চিকিৎসকদের জন্য একটি শক্তিশালী সহায়ক টুল হিসেবে কাজ করবে এবং রোগ শনাক্তকরণ প্রক্রিয়াকে দ্রুততর ও অধিক নির্ভরযোগ্য করে তুলবে, ফলে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে এটি একটি যুগান্তকারী অবদান, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় ক্যান্সার নির্ণয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

