শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটিতে আহত হয়ে দুই মাস ১০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।


বিজ্ঞাপন


মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

আরও পড়ুন

একজন মানুষ গড়ার কারিগরের নতুন যাত্রা

জানা গেছে, গত ১৮ এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে ইকবাল হোসেন কোমায় চলে যান। এরপর থেকে তিনি সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে ফিরিয়ে আনা হবে। 


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর