মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা ৫ নভেম্বর

লায়লা নুসরাত, কানাডা থেকে
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা ৫ নভেম্বর
কবি আসাদ চৌধুরী স্মরণে টরন্টোতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী স্মরণে টরন্টোতে আগামী ৫ নভেম্বর নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

টরন্টোর ৪৯ ফেলস্টিড এভিনিউর সেন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


স্মরণসভা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কবি দিলারা হাফিজকে আয়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও কবি দেলওয়ার এলাহীকে যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

আরও পড়ুন

ফাতেহায়ে ইয়াজদহম উপলক্ষে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের মাহফিল

নাগরিক স্মরণসভায় কবি আসাদ চৌধুরীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা, নাচ, গান এবং কবিতা আবৃত্তির আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


 

গত ৫ অক্টোবর রাত ৩টায় কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শুক্রবার জানাজা শেষে কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়।

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর