মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফাতেহায়ে ইয়াজদহম উপলক্ষে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের মাহফিল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

ফাতেহায়ে ইয়াজদহম উপলক্ষ্যে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের মাহফিল

ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত হতে হলে আল্লাহ ও রাসুলের সান্নিধ্য লাভ করতে হবে। তার জন্য প্রয়োজন ব্যক্তি জীবনে নিজেকে কুরআন ও সুন্নাহ মোতাবেক তৈরি করা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শারজা হুদাইবা রেস্টুরেন্ট হলরুমে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে মাহফিল ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবু মুসার সভাপতিত্বে ও মহাসচিব প্রকৌশলী শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স ম হারুনুর রশিদ, আঞ্জুমানে খোদ্দামুৱ মুসলেমিন ইন্টারন্যাশনাল সিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, খোদ্দামুল মোসলেমিন কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন, আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মাওলানা আব্দুল গফর নোমানী, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা বাহাদুর ইসলাম প্রমুখ।

টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আলিশা নিসরি। বক্তব্য রাখেন জিল্লুর রহমান, মো. হাবিবুল্লাহ, আবু আহাদ, ইসমাইল হোসেন, মোহাম্মদ রুবায়েত, মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আরব আমিরাতে রাঙ্গুনিয়া থানাধীন প্রবাসী এবং দেশে যারা অসহায় রয়েছেন তাদের মানবিক সাহায্য-সহযোগিতায় সবসময় যেভাবে এগিয়ে এসেছেন ভবিষ্যতেও তেমনিভাবে এগিয়ে আসবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর