শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছাত্রলীগের পদপ্রত্যাশীদের ম্যাসেজে ‘বিরক্ত’ কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

ছাত্রলীগের পদপ্রত্যাশীদের ম্যাসেজে ‘বিরক্ত’ কাদের
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর। সম্মেলন হলেও ছাত্রলীগের আগামীর নেতৃত্ব নির্ধারণ করে দেবেন অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের পরামর্শের গুরুত্ব থাকবে। সেই বিবেচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা কল ও ম্যাসেজে নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এতে তিনি অনেকটা বিরক্তি প্রকাশ করে তাকে ম্যাসেজ দিতে বারণ করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২২তম সম্মেলন উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত বৈঠকে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো কমিটি দিতে পারবে না’

ওবায়দুল কাদের বলেন, 'সকালে দেখি সারা রাত কল- বেশিরভাগ হলো ছাত্রলীগের। এখানেও আছেন কেউ কেউ, আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন জায়গার। এসব জ্বালাতন, দয়া করে সকালে উঠে আমি আমার মেডিকেশন আছে, আমাকে বাইরে যেতে হয়, তখন আমার প্রস্তুতিটা লাগে। কিন্তু ওই সময় এত মেসেজ পড়তে পড়তে শেষ, সময় ফুরিয়ে যায়। দয়া করে আমাকে মেসেজ দেবেন না।'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ম্যাসেজের জ্বালাতনে তিনি রাতে মোবাইল সাইলেন্ট করে ঘুমান।

নিজের মধ্যে জেলাপ্রীতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'কারও বাড়ি কোম্পানীগঞ্জ কিংবা নোয়াখালী হলে, আমার ওইসব প্রীতি নাই। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই নেতাকর্মীদের একই চোখে দেখি।'


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, 'আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেন সেটা ভিন্ন কথা। কিন্তু কারও প্রতি আমি বিশেষ দৃষ্টি দিতে পারি না, পারবো না। আওয়ামী লীগের সব নেতাকর্মী আমার জন্য সমান।'

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর